বাংলাদেশে আন্দোলনের জেরে বাতিল মৈত্রী এক্সপ্রেস, ফেরত পাবেন টিকিটের সম্পূর্ণ অর্থ
Maitri Express canceled due to agitation in Bangladesh

The Truth of Bengal: বাংলাদেশের উত্তাল আন্দোলনের জের। পরিচালনগত কারণের কথা তুলে কলকাতা –ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল প্রশাসন। কোন কোন ট্রিপ বাতিল করা হয়েছে,তাও রেলের তরফ থেকে জানানো হয়েছে।এপার থেকে ওপারে যাঁরা যাতায়াত করেন রেলপথে তাঁদের বড় অসুবিধা হবে বলে রেলযাত্রীরা মনে করছেন। ভারত-বাংলাদেশের মানুষের সৌহার্দ্যের সম্পর্ক বাড়াতে ও দুই বাংলার মানুষের যোগাযোগের সেতুবন্ধন করতে চালু করা হয়েছিল মৈত্রী এক্সপ্রেস। ২০০৮-এর ১৪এপ্রিল এই মৈত্রী এক্সপ্রেস চালু হয়। কিন্তু সম্প্রতি বাংলাদেশে সংরক্ষণ ইস্যুতে অগ্নিগর্ভ অবস্থার জন্য সেদেশে ব্যাহত হচ্ছে রেল পরিষেবা।এবার সেই সুসম্পর্কের মৈত্রী এক্সপ্রেস চলাচল থমকে রয়েছে। ২১ জুলাই ঢাকা থেকে কলকাতার উদ্দেশে যে মৈত্রী এক্সপ্রেস ছাড়ার কথা ছিল, সেটা বাতিল করা হয়েছে।
পাশাপাশি, ২২ জুলাই কলকাতা থেকে ঢাকার উদ্দেশে যাওয়া মৈত্রী এক্সপ্রেসও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় রেল।রেলের তরফে জানানো হয়েছে, পরিচালন গত কারণে, ১৩১০৮ কলকাতা – ঢাকা মৈত্রী এক্সপ্রেস, ১৩১০৭ ঢাকা – কলকাতা মৈত্রী এক্সপ্রেস এবং ১৩১০৯ কলকাতা – ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন কোন তারিখে ট্রিপ বাতিল তাও উল্লেখ করা হয়েছে, ১৩১০৮ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস, কলকাতা স্টেশন থেকে ২২/৭/২০২৪ তারিখে অর্থাৎ সোমবার ছাড়ার কথা ছিল।
১৩১০৭ ঢাকা- কলকাতা মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে ২৩/৭/ ২০২৪ তারিখে অর্থাৎ মঙ্গলবার ছাড়ার কথা ছিল এবং ১৩১০৯ কলকাতা -ঢাকা মৈত্রী এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে ২৩/৭/২০২৪ তারিখে ছাড়ার কথা ছিল। সেগুলি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে রেল। একইসঙ্গে রেল সূত্রে জানানো হয়েছে, নিম্নোক্ত শর্তাবলী সাপেক্ষে বাতিল ট্রেনের ভাড়ার সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। কলকাতা শহরের সংশ্লিষ্ট টিকিট কাউন্টার থেকে কেনা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত শুধুমাত্র কলকাতার বিশেষ টিকিট কাউন্টার গুলিতেই প্রদান করা হবে হারানো/মিসপ্লেসড টিকিটের কিন্তু কোনও ফেরত দেওয়া হবে না. বিদেশি পর্যটকদের কাউন্টারে পিআরএসের কার্যক্রমের সময়ের মধ্যেই টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে, টিডিআর ইস্যু করা হবে না বলেও যাত্রীদের উদ্দেশ্যে জানানো হয়েছে।