৯ দিন ধরে বন্ধ লোকাল ট্রেন, দুর্ভোগে যাত্রীরা
Local trains closed for 9 days, passengers suffer
The Truth of Bengal: বাংলাদেশের ময়মনসিংহ – মোহনগঞ্জ লাইনে বন্ধ লোকাল ট্রেন। পরিষেবা চালু না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন রেল যাত্রীরা। গত ৩১ মে থেকে বন্ধ রয়েছে পরিষেবা। কবে থেকে ফের পরিষেবা চালু হবে, তা এখনও জানায়নি রেল কর্তৃপক্ষ।
বাংলাদেশের ময়মনসিংহ – মোহনগঞ্জ লাইনে লোকাল ট্রেন বন্ধ থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন স্থানীয় চাকরিজীবী,ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা শ্রেণীর মানুষ। তাদের অভিযোগ, লোকাল ট্রেন বন্ধ থাকায় বিকল্প পথে কর্মস্থলে যেতে সময় এবং খরচ দুই–ই বেশি লাগছে।
উল্লেখ্য, মোহনগঞ্জ উপজেলা থেকে ঢাকা পর্যন্ত ২১০ কিলোমিটার রেলপথ রয়েছে। এর মধ্যে মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের দূরত্ব ৬৮ দশমিক ৫ কিলোমিটার। এই লাইনে দুটি ট্রেন চলাচল করছিল। একটি হাওর এক্সপ্রেস অপরটি মোহনগঞ্জ এক্সপ্রেস। এছাড়া একটি লোকাল ও একটি কমিউটার ট্রেনও চালু ছিল। লোকাল ডাউন ট্রেনটি প্রতিদিন ময়মনসিংহ স্টেশন থেকে যথাক্রমে ভোর ৫টা ৪০ এবং বেলা ২টা ১০ মিনিটে ছেড়ে মোহনগঞ্জ স্টেশন পর্যন্ত যেত। অন্যদিকে আপ ট্রেনটি মোহনগঞ্জ স্টেশন থেকে প্রতিদিন সকাল সাড়ে আটটা ও বিকেল সাড়ে পাঁচটায় ছাড়ত।
ময়মনসিংহ – মোহনগঞ্জ লাইনে লোকাল ট্রেন চালু হওয়ার পর শম্ভুগঞ্জ, বিশকা, গৌরীপুর, শ্যামগঞ্জ, হিরণপুর, চল্লিশা, নেত্রকোনার বড় স্টেশন, কোর্ট স্টেশন, ঠাকুরাকোনা, বারহাট্টা, অতিথপুর স্টেশনের আশেপাশের মানুষের যাতায়াতে করতে সুবিধা হয়েছিল। এবার ৯ দিন ধরে লোকাল ট্রেন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন তারা।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার আতাউর রহমান জানিয়েছেন, লোকাল ট্রেনটি সর্বশেষ ৩১ মে সকালে মোহনগঞ্জে আসে। তারপর আর ট্রেনটি চালানো সম্ভব হয়নি। ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছে। ইঞ্জিনটি মেরামতের জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। ইঞ্জিনের মেরামত সম্পন্ন হলেই ফের পরিষেবা চালু হবে।