কুয়াশাই কাল ! হাসপাতালে ধাক্কা হেলিকপ্টারের, মৃত ৪
Kushay tomorrow! Helicopter hit the hospital, 4 dead

Truth Of Bengal: মর্মান্তিক দুর্ঘটনা দক্ষিণ-পশ্চিম তুরস্কের মুঘল প্রদেশে। কুয়াশার দাপটে দিকভ্রষ্ট হয়ে একটি হাসপাতালে ধাক্কা মারে একটি হেলিকপ্টার। রবিবার ঘটে এই দুর্ঘটনা। মৃত্যু হয়েছে ২ পাইলট-সহ চার জনের। প্রাদেশিক গভর্নর ইদ্রিস আকবিয়িকের মতে, টেক-অফের সময় দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনার জন্য ঘন কুয়াশাকেই জন্য দায়ী করেছে কর্তৃপক্ষ।
জানা যায়, দক্ষিণ-পশ্চিম তুরস্কের একটি হাসপাতালের চতুর্থ তলায় হেলিকপ্টারটি ধাক্কা মারে। আঘাত করার পরেই মাটিতে পড়ে যায়। প্রাথমিক অনুমান, তীব্র কুয়াশার জেরে এই দুর্ঘটনা ঘটেছে বলেই কর্তৃপক্ষের ধারণা। তবে দুর্ঘটনার আসল কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও খবর।
An Eurocopter EC-135P2+ ambulance helicopter (TC-HYD) operating for the Turkish Ministry of Health hit the Muğla Training and Research Hospital and fell into an empty field while taking off. All 4 on board were killed.pic.twitter.com/25bCCaTwLW
— Aviation Safety Network (ASN) (@AviationSafety) December 22, 2024
এই বিষয়ে একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, টেক অফের পরেই প্রায় দৃশ্যমানতা শূন্য আকাশে উড়ছে কপ্টারটি। জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম তুরস্কের মুঘল প্রদেশে ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনায় নিহত দুই পাইলট, এক চিকিৎসক ও এক স্বাস্থ্যকর্মী। পাইলটদের সঙ্গে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী কপ্টারের ভিতরেই ছিলেন বলে খবর।