
Truth Of Bengal: ঢাকাস্থিত মার্কিন দূতাবাসে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার দুপুরে বাংলাদেশের রাজধানীর গুলশানের নিজ বাসভবন (ফিরোজা) থেকে তিনি দূতাবাসের উদ্দেশে রওনা দেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, কী কারণে গিয়েছেন তা আমি জানি না।
সূত্র মারফত জানা গিয়েছে, আমেরিকার ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে দূতাবাসে গিয়েছেন বাংলাদেশের প্রাক্তন এই প্রধানমন্ত্রী। এসময়ে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।