আন্তর্জাতিক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত কেনিয়া

Kenya Flood

The Truth of Bengal: ভয়াবহ বন্যা পরিস্থিতি সমগ্র কেনিয়া জুড়ে। বন্যায় প্রাণ হারিয়েছেন ১২০ জন। কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মৃতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন। বিগত কয়েকদিন ধরেই চলছিল ভারী বৃষ্টিপাত। যার জেরে কেনিয়ার নানা প্রান্তে দেখা দিয়েছে বন্যা। এই বন্যা পরিস্থিতিতে প্রায় ৯০ হাজার বাড়িতে জল ঢুকে পড়ায় বহু মানুষ এখন বাড়ি ছাড়া। তাদের সকল নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সাধারণ মানুষের জন্য ১২০ টি ত্রাণ শিবির খোলা হয়েছে। কেনিয়ার আবহাওয়া দফতর জানিয়েছেন মূলত এল নিনোর জন্যই বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বলেন এল নিনোর কারণে দেশে যে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার ফলে দেশের নাগরিক তো বটেই তাছাড়াও বহু গবাদি পশুর ও মৃত্যু হয়েছে। বিঘার পর বিঘা কৃষি জমি জলের তলায়। বহু বাড়ি ধসে পড়েছে। বন্যার ফলে বিদ্যুৎ ও বিচ্ছিন্ন হয়ে পড়েছে কেনিয়ার একাধিক অঞ্চল। এই পরিস্থিতিতে বন্যা কবলিত এলাকাগুলিতে সতর্কতা মূলক পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

বন্যা ক্ষতিগ্রস্ত হওয়া এলাকাগুলিতে আর্থিক ভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী রেমন্ড ওমোলো জানিয়েছেন দেশের সমস্ত ব্যারেজের দিকে কড়া নজরদারি রাখা হয়েছে। কেনিয়া ছাড়াও এল নিনোর প্রভাবে আকস্মিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে সোমালিয়া ও ইথিওপিয়ারেও। সোমালিয়ায় শুধুমাত্র বন্যার কবলে পড়ে মৃত্যু হয়েছে ৯৬ জনের। অগুনতি মানুষ বাড়ি ছাড়া হয়ে পড়েছে।

Related Articles