বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড রেল স্টেশন স্থাপন করে চমকে দিল জাপান
Japan surprises by installing the world's first 3D printed railway station

Truth Of Bengal: আবারও চমকে দিল জাপান। নজরকাড়া রেল স্টেশন স্থাপন হল বিশ্বে প্রথম। এমন অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর রেলস্টেশন বিশ্বে আর কোথাও নেই। প্রযুক্তি ও বিজ্ঞান সাধনার দৌড়ে ফের একবার চমক দেখাল ছোট্ট এই দ্বীপ রাষ্ট্র। বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড রেল স্টেশনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ১৯৪৮ সালের হাৎসুশিমা রেল স্টেশনের পুরনো কাঠামো ভেঙে ফেলে এই নতুন নির্মাণ কাজ করা হয়েছে। জাপানের আরিদা শহরে সম্পন্ন হওয়া এই অভাবনীয় কাজ চমকে দিয়েছে গোটা বিশ্বকে।
রেল পরিকাঠামো নির্মাণে অত্যাধুনিক উদ্ভাবনকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া যায় তা করে দেখিয়েছেন জাপানের প্রযুক্তিবিদরা। পুরনো পরিকাঠামো ভেঙে আধুনিক রূপ দিতে এই নতুন প্রযুক্তি ব্যবহার করেছেন তাঁরা। পরিকাঠামো নির্মাণের সামগ্রিক কাজ সম্পন্ন হয়েছে অন্য জায়গায়। কিউশু দ্বীপে অবস্থিত একটি কারখানায় এই কাজ সম্পন্ন হয়।
এরপর গত ২৪ মার্চ সমস্ত সরঞ্জাম ট্রাকে করে স্টেশন চত্বরে নিয়ে আসা হয়। হাৎসুশিমা স্টেশনে শুধুমাত্র এই থ্রিডি-প্রিন্টেড স্টেশনের পরিকাঠামো সংযোজন বা অ্যাসেম্বলিং করা হয়েছে। এই কাজ করতে সময় লেগেছে মাত্র ৬ ঘণ্টা। ২০১৮ সালের এই রেল স্টেশন স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার মধ্যে আনা হয়েছিল। এবার তা আরও অত্যাধুনিক ভাবে গড়ে তোলা হল। প্রতিদিন প্রায় ৫৩০ জন যাত্রী এই স্টেশন ব্যবহার করেন এবং প্রতি ঘণ্টায় একটি থেকে তিনটি ট্রেন চলাচল করে।
যুক্তিবিদরা জানিয়েছেন, থ্রিডি-প্রিন্টেড রেলস্টেশন নির্মাণের জন্য ‘প্রিফ্যাব্রিকেটেড কম্পোনেন্ট’ ব্যবহার করা হয়েছে। এই কাজের বরাত পেয়েছিল সেরেনডিক্স নামক একটি সংস্থা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। রেল স্টেশনের নির্মাণকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, রাত ১১টা বেজে ৫৭ মিনিটে দিনের শেষ ট্রেন ছাড়ার পর অত্যাধুনিক স্টেশন গড়ার কাজ শুরু হয়।
ক্রেনের সাহায্যে আগে থেকে প্রিন্ট করা মডুলার সরঞ্জামগুলি নামিয়ে এনে পুরোনো স্টেশনের কয়েক ফুট দূরেই রাখা হয়েছিল। দ্রুততার সঙ্গে জুড়ে দেওয়া হয় নতুন কাঠামো। পরের দিন ভোর ৫টা বেজে ৪৫ মিনিটে দিনের প্রথম ট্রেন এই নতুন লাইন দিয়ে স্টেশনে পৌঁছয়। অর্থাৎ মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অত্যাধুনিক থ্রিডি-প্রিন্টেড রেলস্টেশন সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যায়।