আন্তর্জাতিক

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জয়শঙ্করের, বদলে যাচ্ছে সমীকরণ!

Jaishankar's meeting with British Prime Minister, the equation is changing!

Truth Of Bengal: বিশ্ব রাজনীতিতে ক্রমশ ভারতের প্রভাব বাড়ছে। বাণিজ্যের হাত ধরে ক্রমশ ব্রিটেনের সঙ্গে সম্পর্কের সেতুবন্ধনে উদ্যোগী দিল্লি। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিলেত সফরে মূলতঃ আলোচনা হয় মুক্ত বাণিজ্যের প্রসার নিয়ে। ৬ দিনের ব্রিটেন সফরে গেছেন এস জয়শঙ্কর। কিভাবে দুদেশ ব্যবসায়িক আদান প্রদান বাড়াতে পারে তাই নিয়ে আলোচ্য সূচিতে রাখা হয়।

মঙ্গলবার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বাড়ানোর মতোই একাধিক বিষয়ে আলোচনা করেন ভারতের বিদেশমন্ত্রী। ভারতের যে বিপুল বাজার রয়েছে, তা কিভাবে ব্রিটেনের ব্যবসায়ী ও উদ্যোগপতিরা কাজে লাগাতে পারবে তা তুলে ধরেন জয়শঙ্কর।

বলা যায়, রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে ট্রাম্প-জেলেনস্কি উত্তপ্ত বৈঠকের পর দ্রুত বদলে যাচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক এবং সমীকরণ। হাত গুটিয়ে চুপ করে বসে নেই ভারতও। আন্তর্জাতিক ভারসাম্য এবং জাতীয় স্বার্থ রক্ষা করতে প্রায় একই সময় বিপরীত শিবিরের দুই রাষ্ট্র সফরে বিদেশমন্ত্রী এবং বিদেশ সচিব। ফলে আন্তর্জাতিক মহল মনে করছে, বিশ্বজুড়ে বদলে যাওয়া সমীকরণের মাঝে এই সম্পর্কের বাঁধন শক্ত করার প্রয়াস সুদূরপ্রসারী প্রভাব রাখবে ব্রিটেনের সঙ্গে ভারতের।

Related Articles