আন্তর্জাতিক

ওটস, আটা ও বিভিন্ন ফলের বীজ দিয়ে অভিনব বায়োহাইড্রো রোবট তৈরি করলেন ইতালির বিজ্ঞানীরা

Italian scientists have created a novel biohydro robot using oats, flour and various fruit seeds

The Truth of Bengal,Mou Basu: পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অবশ্যই জরুরি। বিশ্ব উষ্ণায়ন রুখতে জঙ্গল রক্ষা করা দরকার। জঙ্গল রক্ষা করতে অভিনব উপায় বাতলালেন ইতালির একদল বিজ্ঞানী। হাতে হাতে লাখ লাখ গাছ পোঁতা অত্যন্ত পরিশ্রমের, দুরূহ কঠিন ও সময়সাপেক্ষ কাজ। তাই গাছ পোঁতার লক্ষ্যে ইতালির বিজ্ঞানীরা ওটস, আটা ও বিভিন্ন ফলের বীজ দিয়ে অভিনব বায়োহাইড্রো রোবট তৈরি করেছেন। সেই রোবটের নাম দিয়েছেন HybriBot।

ইটালিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) ও ইউনিভার্সিটি অফ ফ্রেইবার্গের বিজ্ঞানীরা মিলে হাইব্রিবট তৈরি করেছেন আটা আর ওটস দিয়ে। আপনাআপনি বীজ রোপণ করতে সক্ষম এই পরিবেশবান্ধব রোবট। অত্যাধুনিক থ্রিডি মাইক্রোফ্যান্টিকেশন পদ্ধতিতে প্রাকৃতিক ওটস ফলের অ্যাপেনডেজ বা অংশ ব্যবহার করে রোবটের ছোট্ট ক্যাপসুল তৈরি করা হয়েছে। এই পরিবেশবান্ধব ক্যাপসুল বাতাসের আর্দ্রতার সাহায্যে চলাফেরা করে। এই চলাফেরায় কোনো ব্যাটারি বা এক্সটার্নাল এনার্জি লাগে না।

ঘুরতে ঘুরতে ওটস অ্যাপেনডেজ এনার্জি সংগ্রহ করে রাখে তাতেই ঘোরে ক্যাপসুল। মাটিতে ফাঁক দেখলেই সেখানে থেমে গিয়ে ক্যাপসুল বীজ ফেলে দেয়। টমেটো, চিকোরি, এপিলোবিয়াম আর ফায়ারউইড গাছের বীজ দিয়ে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় বীজ থেকে অঙ্কুরোদ্গম হচ্ছে বলে দেখা গেছে। আটা, ওটসের তৈরি আর ইথাইল সেলুলোজের ওপরের স্তর দিয়ে নির্মিত ক্যাপসুল ওয়াটারপ্রুফ আর মজবুত। ওজন মাত্র ৬০ মিলিগ্রাম। হাইব্রিবট সহজেই মাটিতে মিশে যেতে পারে।

Related Articles