আন্তর্জাতিক

ইরানকে সতর্ক করতে গোপন পারমানবিক জায়গায়,হামলা ইজরায়েলের,যার ফল হতে পারে মারাত্মক

Israel's attack on secret nuclear site to warn Iran, the consequences could be fatal

The Truth of Bengal: ইরান-ইরাক সংঘাতের মাঝে ভয়ঙ্কর পরিণতির আশঙ্কা।এবার সব সীমা ছাড়িয়ে ইজরায়েল মিসাইল হামলা চালিয়েছে ইরানের গোপন পরমানবিক কেন্দ্রে। ইরানের প্রতিরক্ষা ভেদ করে নাথান পারমানবিক কেন্দ্রে ইজরায়েল হামলা চালিয়েছে বলে নিউ ইয়র্ক টাইমস উল্লেখ করেছে।  ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলেও ইসফাহানে বিস্ফোরণের  কথা তুলে ধরা হয়েছে।

ইসফাহান এলাকাতেই রয়েছে নাতাঞ্জ-সহ ইরানের কয়েকটি পরমাণু গবেষণা কেন্দ্র।রয়েছে ইউরেনিয়াম পরিশোধনের কেন্দ্রও। ইরান সরকার ইজ়রায়েলি হামলার কথা স্বীকার করে কয়েকটি ড্রোনকে গুলি করে নামানোর কথা জানিয়েছে। গত শনিবার ইরান ফৌজ ৩০০টিরও বেশি ড্রোন ‌এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইজ়রায়েলে। তার পরেই প্রত্যাঘাতের পথে যাওয়ার কথা জানান  ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

তারপরই এই আক্রমণ নেমে আসে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন।সংবাদমাধ্যমে স্পষ্ট,ইসফাহানের শেকারি এয়ারবেস ক্ষতিগ্রস্ত হওয়ার স্যাটেলাইটে ছবি প্রকাশ্যে এসেছে।পর্যবেক্ষকরা বলছেন,আসলে ইরানকে কড়া বার্তা দিতেই এই আক্রমণ।কারণ ইরান হম্বিতম্বি করলে যে ভয়ঙ্কর পরিণতি হতে পারে তা হাবেভাবে বুঝিয়ে দিতে চাইছে ইজরায়েল।

Related Articles