আন্তর্জাতিক

যুদ্ধ থামাতে আমেরিকার চাপের মুখে বন্ধু ইজরায়েল

Israel is a friend under American pressure to stop the war

The Truth of Bengal: গাজা নিয়ে কি কমলা এবার অবস্থান বদলাতে চাইছে।গাজা নিয়ে যে কমলা চুপ থাকবে না , তা তিনি স্পষ্ট করে দিলেন। ইতিমধ্যেই গাজা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কমলা। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলার সঙ্গে বৃহস্পতিবারই বৈঠক করেছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওয়াশিংটনে এই বৈঠক হয়। গাজ়া ভূখণ্ডে ইজরায়েলের ‘যুদ্ধ পরিস্থিতি’ নিয়েও সেই বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকের পর টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিয়োবার্তায় আমেরিকার ভাইস প্রেসিডেন্ট বলেছেন, “এ বার যুদ্ধ থামানোর সময় এসেছে।” যুদ্ধ থামিয়ে শান্তি বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে আমেরিকার তরফে। এর পরই কমলা সাংবাদিকদের বলেন, “বিগত ন’মাস ধরে গাজ়ায় এক ধ্বংসাত্মক ছবি উঠে এসেছে। শিশুরা মারা  গিয়েছে।

নিরাপদ একটি আশ্রয়ের জন্য মানুষজন ছুটে পালাচ্ছেন। কেউ দ্বিতীয় বার, কেউ তৃতীয় বার, কেউ আবার চতুর্থ বার আস্তানা বদল করে ছুটছেন নিরাপদে মাথা গোঁজার জায়গা খুঁজতে।”আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এর পর আরও জানান, এমন একটি দুঃখজনক পরিস্থিতিতে মুখ ফিরিয়ে থাকা যায় না। তিনি বলেন, “যে পরিস্থিতি সেখানে রয়েছে, তাতে আমরা কিছু না করে চুপচাপ বসে থাকতে পারি না। আমি চুপ করে থাকব না।”উল্লেখ্য, প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে গাজ়া ভূখণ্ডে যুদ্ধ ঘোষণা করেছে ইজ়রায়েল।

হামাসদের সঙ্গে ইজ়রায়েলের যুদ্ধ পরিস্থিতির মাঝে পরে  সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গাজ়ার সাধারণ মানুষ। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এত দিন পর্যন্ত গাজ়া প্রসঙ্গে  স্পষ্ট ভাবে কোনও বার্তা দেননি। দোরগোড়ায় কড়া নাড়ছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। ইতিমধ্যেই, বাইডেন নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন এবং ডেমোক্র্যাটিক শিবির থেকে কমলাকে  প্রেসিডেন্ট পদপ্রার্থী করার প্রস্তাব দিয়েছেন তিনি যদিও দলের তরফে এই নিয়ে কোন চূড়ান্ত্ ঘোষণা কড়া হয়নি। এখন বিভিন্ন মহলে চর্চা চলছে,  ডেমোক্র্যাটিক শিবির নির্বাচনে  জিতলে গাজা নিয়ে কি আমেরিকা নীতিতে বদল আসতে পারে ?

Related Articles