আন্তর্জাতিক

খতম হামাস প্রধান,হত্যালীলা চালাল ইসরায়েল

Israel carried out the killing of Hamas leader

The Truth Of Bengal: গত বছর থেকে শুরু হওয়া হামাস ইসরাইল যুদ্ধ এবার নতুন মোড় নিল । কারণ মৃত্যু হয়েছে হামাস প্রধান ইসমাইল হানিয়ের । শুধু হানিয়ের মৃত্যু নয় তার সঙ্গে মৃত্যু হয়েছে তার দেহ রক্ষীরও । অজান্তে তাদের উপরে হামলা চলে আর তার ফলেই এই মৃত্যু বলে জানা গিয়েছে।

ইরানের তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ার বাড়িতে অজান্তেই হামলা চালায় জিওনিস্টরা। তার ফলে ভয়ংকর ভাবে মৃত্যু হয়েছে হানিয়ের । হামাস যদিও ছেড়ে দেওয়ার পাত্র নয় । এই গোটা ঘটনার তদন্ত করবে বলেই জানিয়েছে। যুদ্ধযে এর ফলে নতুন মোর নিচ্ছে তাও একেবারে স্পষ্ট।

তবে কোথাও গিয়ে এই মৃত্যুতে হামাসের গোষ্ঠী বড়সড়ো ধাক্কা যে খেলো তাও স্পষ্ট । কাতার থেকে হামাসের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করতেন ইসমাইল হানিয়ে। গতবছরের ৭ অক্টোবর থেকে ইসরাইল হামাস যুদ্ধ শুরু হয়েছে। ভয়ংকর আকারও নিয়েছিল এই যুদ্ধ । ইসরাইল আগে হুমকি দিয়ে বলেছিল ইসমাইল হানিকে তারা হত্যা করবে এবং আমাদের গোষ্ঠীকেই হাসা করে দেবে ।

 

Related Articles