আন্তর্জাতিক

ফের গাজায় হামলা ইজরায়েলের, মৃতের সংখ্যা বহু

Israel attacks Gaza again, the number of dead is high

Truth Of Bengal : আবারও গাজায় হামলা চালাল ইজরায়েল। এইভাবে একের পর এক হামলায় গাজা রীতিমত ম্যাপ থেকে নিশ্চিহ্ন হতে বসেছে। নতুন বছর পড়তেই ফের ইজরায়েল বাহিনীর হামলায় গাজার রাস্তা ঘাট ঢেকে গিয়েছে লাল রক্তে। বৃহস্পতিবার থেকে চলছে ইজরায়েল হামলা। সেই হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯০ জনের। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেই মৃতের সংখ্যা।

জানা গেছে গাজার উত্তর অঞ্চলে ৪০ জন এবং গাজার দক্ষিণ অঞ্চলে এবং কেন্দ্রে প্রায় ৫০ জনের মতো মানুষ মারা গিয়েছে। গাজার হাসপাতাল সূত্রে খবর বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয় গাজার উপর ইজরায়েল সশস্ত্র বাহিনীর হামলা। লাগাতার হামলার জেরে মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আহতও হয়েছে বহুজন। তাঁদেরকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

যদিও এর আগে বহুবার হাসপাতালে চলে ইজরায়েলের হামলা যে কারণে হাসপাতালের অবস্থাও এখন খুবই শোচনীয়। মানুষ সেখানে ভর্তি হওয়া সত্ত্বেও পাচ্ছে না পর্যাপ্ত চিকিৎসা। তাঁর মধ্যে শীতকাল। অধিকাংশ মানুষের নেই বাসস্থান, নেই জামা কাপড়। সেখানকার মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে। বহু নিরীহ মানুষ মারাও যাচ্ছে। কবে থামবে এই হামলা এই নিয়ে নানা জল্পনা চলছে আজও। ২০২৩ সালের ৭ ই অক্টোবর শুরু হয়েছিল দুই পক্ষের যুদ্ধ। যা চলছে এখনও।

Related Articles