আন্তর্জাতিক

বাংলায় বিনিয়োগ করলে লাভবান হবেন, বিশ্বমঞ্চে শিল্পপতিদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

Investing in Bengal will bring benefits, assures industrialists on the world stage, CM

Truth Of Bengal: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বাংলায় ১৯ লক্ষ কোটির বিনিয়োগের প্রস্তাব এসেছে। এর মধ্যে ১৩ লক্ষ কোটি বিনিয়োগ বাস্তব হয়েছে। খতিয়ান তুলে ধরে লন্ডনের শিল্প বৈঠকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিটেনের বাণিজ্য গোষ্ঠীও শিল্পপতিদের খোলামনে বিনিয়োগ করার আহ্বান জানান প্রশাসনিক প্রধান। তিনি ডাক দেন,বাংলায় বিনিয়োগ করতে এলে জয়ী হবেন। তিনি বলেন,আমি সৃজনশীলতায় বিশ্বাস করেন। ব্রিটিশ কাউন্সিল বাংলাকে স্বাস্থ্য,শিক্ষায় দারুণ সাহায্য করে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করলেন শিল্প বৈঠকে।

কত দ্রুততার সঙ্গে শিল্পপতিদের লগ্নি প্রস্তাব কার্যকর করা হচ্ছে তার ইতিবাচক দিক বিলেতের সভায় উঠে আসে মুখ্যমন্ত্রীর কথায়। তিনি বলেন, বাংলাও ব্রিটেনের মধ্যে কোনও দেওয়াল নেই। শিল্প-বাণিজ্য-সমাজকল্যাণের জন্য কোনও দেওয়াল থাকা উচিত নয় বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী বার্তা দেন বাংলা মানেই বাণিজ্য। তিনি খতিয়ান দেন, বাংলার অগ্রগতির জন্য ৯৪টি প্রকল্প চলছে। বাংলায় ৪৬শতাংশ বেকারত্ব কমেছে।জমির সমস্যা মিটে গিয়েছে। মুখ্যমন্ত্রীকে ম্যান সিটির জার্সি উপহার দেওয়া হয়। এদিন, ম্যাঞ্চেস্টার সিটি ও টেকনো ইন্ডিয়ার মধ্যে  মউ স্বাক্ষর হয়।

Related Articles