আন্তর্জাতিক

অমানবিক মা! নিজের ১০ বছরের মেয়েকে ছুরি মেরে হত্যা করল মহিলা

Inhuman mother! A woman killed her 10-year-old daughter with a knife

Truth Of Bengal: মাত্র ১০ বছরের মেয়েকে খুন করলেন মা! এমনই মর্মান্তিক দোষে দোষী সাব্যস্ত হয়েছেন ইংল্যান্ডে বসবাসকারী এক মহিলা। ২৫ অক্টোবর ওই মহিলার সাজা ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে। ৩৩ বছরের ওই মহিলার নাম জসকিরত কৌর।

জানা গিয়েছে, এই জসকিরত ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডসের এক বাসিন্দা। চলতি বছরের মার্চ মাসে রোলি রেগিসে তাঁদের বাড়িতে ওই মহিলার মেয়ে মাত্র ১০ বছরের শে ক্যাংকে আহত অবস্থায় পাওয়া যায়। তারপরই ঘটনাস্থলে মারা যায় ছোট্ট মেয়েটি। বুকে ছুরির কোপ মারার জেরেই ছোট্ট মেয়েটির মৃত্যু হয়েছে, এমনটাই জানা গিয়েছে ময়নাতদন্তের রিপোর্টে।

ভিডিও লিঙ্কের মাধ্যমে এক শুনানিতে জেলবন্দি জসকিরত নিজের দোষ স্বীকার করেন। আগামী ২৫ অক্টোবর বিচারক মাইকেল চেম্বারস ওই মহিলার সাজা ঘোষণা করবেন। তবে এদিন বিচারক জানিয়েছেন, “সাজা ঘোষণার আগে আরও রিপোর্টের প্রয়োজন হবে, তাই সেই রিপোর্টগুলি তৈরিতে সহযোগিতা করা হবে আপনার স্বার্থে।”

প্রসঙ্গত, তাদের পড়ুয়ার মৃত্যুর জেরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ব্রিকহাউস প্রাইমারি স্কুল শোক গভীর প্রকাশ করেছেন। এর সাথে কর্তৃপক্ষ জানিয়েছে, ‘মেয়েটি ছিল উজ্জ্বল, হাসিখুশি। এমন পরিণতি কোনওভাবেই তার প্রাপ্য ছিল না। বরং সে যেন জীবনটা আরও সুন্দর করে কাটাতে পারে সেটাই নিশ্চিত করার কথা ছিল।’ এর পর নিজেরা টাকা দিয়ে অভিভাবকরা মৃত ছোট্ট মেয়েটির শেষ কৃত্যের আয়োজন করেন। অপরদিকে এই ঘটনাই আর কোনো সন্দেহভাজন ব্যক্তি নেই বলে মনে করছে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ।

Related Articles