আন্তর্জাতিক

ইরান ও ইজরায়েলে যেতে পারবেনা ভারতীয়রা ! বিজ্ঞপ্তি বিদেশ মন্ত্রকের

Indians can not go to Iran and Israel! Ministry of External Affairs notification

The Truth of Bengal : ইরান ও ইজরায়েলে ভারতীয়দের যেতে বারণ করল বিদেশ মন্ত্রক। প্রসঙ্গত, গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে মিসাইল হামলায় অন্তত ১৩ জন মারা যান। যাঁদের মধ্যে ছিলেন দু’‌জন সেনাকর্তাও। এই হামলার পিছনে ইজরায়েলের হাত রয়েছে বলে দাবি ইরানের। তারপর থেকেই ইজরায়েলকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে ইরান। তবে রমজান মাস থাকায় কোনও পদক্ষেপ করেনি ইরান।

ইরান ও ইজরায়েলে ভারতীয়দের যেতে বারণ করল বিদেশ মন্ত্রক। প্রসঙ্গত, গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে মিসাইল হামলায় অন্তত ১৩ জন মারা যান। যাঁদের মধ্যে ছিলেন দু’‌জন সেনাকর্তাও। এই হামলার পিছনে ইজরায়েলের হাত রয়েছে বলে দাবি ইরানের। তারপর থেকেই ইজরায়েলকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে ইরান। তবে রমজান মাস থাকায় কোনও পদক্ষেপ করেনি ইরান। উৎসব পর্ব কেটে যাওয়ার পর এবার সেই হামলার সম্ভাবনা বাড়তে শুরু করেছে। মার্কিন গোয়েন্দা সূত্রে খবর, ইরান যে কোনও সময় ইজরায়েলে হামলা চালাতে পারে।

মার্কিন গোয়েন্দা সূত্রে খবর, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ ও উত্তর ইজরায়েলে হামলা চালাতে পারে ইরান। যদিও ইরান এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। যদিও ইরানের তরফে বলা হয়েছে, ইজরায়েলের মাটিতে হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দেশের শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। এরপরই শুক্রবার ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে এই সতর্কবার্তা জারি করা হয়। ইজরায়েলের ভারতীয় দূতাবাস সে দেশে থাকা ভারতীয়দের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা আছে, নিরাপত্তা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠে গিয়েছে। এমতাবস্থায় ইজরায়েলে থাকা সমস্ত ভারতীয়দের শান্তি বজায় রাখতে অনুরোধ করা হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ি থেকে বেরতেও বারণ করা হয়েছে। পাশাপাশি, নিরাপদে থাকতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।

একইসঙ্গে ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে যা যা করা দরকার সেটা দূতাবাস করছে বলেও ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। ভারতের মতো নিজেদের নাগরিকদের সুরক্ষায় নির্দেশিকা জারির পথে হেঁটেছে আমেরিকাও। সেখানে বলা হয়েছে, যতদিন না পর্যন্ত পরিস্থিতির উন্নতি হচ্ছে ততদিন মার্কিন নাগরিকদের গতিবিধি নিয়ন্ত্রিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

একই সতর্কবার্তা দেশের নাগরিকদের জন্য জারি করেছে রাশিয়াও।

Related Articles