আমেরিকায় ভারতীয় যুবকের গুলিতে ভারতীয় মহিলা খুন
Indian woman shot dead by Indian youth in America

The Truth of Bengal: ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে আমেরিকায় গুলি করে খুন। খুনের ঘটনায় অভিযুক্ত ভারতীয় এক তরুণ। ঘটনায় আহত আরও এক ভারতীয় তরুণী। আহত তরুণী হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে নিউ জার্সির কার্টিরেটের এক রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের বাইরে।
হামলার তদন্তে নেমে অভিযুক্ত তরুণকে গ্রেফতার করেছে আমেরিকার পুলিশ।ধৃতের নাম গৌরব গিল।সে ওয়াশিংটন স্টেটের কেন্ট শহরে বসবাস করছিল। গৌরবের গুলিতে যে মহিলা প্রাণ হারিয়েছেন, তাঁর নাম জসভির কওর। মৃত জসভির কওর গৌরবের পূর্ব পরিচিত।
মৃত জসভির কওর পঞ্জাবের নূরমহলের নিকটবর্তী গোরসিয়ানের বাসিন্দা। তিনি নিউ জার্সির কার্টিরেটে অ্যামাজন ফেসিলিটিতে কর্মরত ছিলেন। তাঁর স্বামী পেশায় একজন গাড়িচালক। ঘটনার সময় তিনি শহরে ছিলেন না।
ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। কিন্তু কী কারণে এই হত্যা, তার তদন্তে নেমেছে পুলিশ। কোনও শত্রুতা থেকে খুন না খুনের পিছনে অন্য কোনও কারনে খুন খতিয়ে দেখছে পুলিশ।