আন্তর্জাতিক

আমেরিকায় ফের হামলার শিকার ভারতীয় পড়ুয়া

Indian student is attacked again in America

The Truth of Bengal: আমেরিকার শিকাগোয় ভারতীয় পড়ুয়ার ওপর হামলা করে একদল দুষ্কৃতী। বেধড়ক মারধর করে তাঁর থেকে ছিনিয়ে নেওয়া হয় ফোন। সূত্রের খবর, সইদ মাজ়াহির আলি নামে হায়দরাবাদের এক যুবক শিকাগোর ইন্ডিয়ানা ওয়েসলিয়ান ইউনিভার্সিটিতে ভর্তি হন স্নাতকোত্তর ডিগ্রির জন্য। শিকাগোর পশ্চিম রিজ অ্যাপার্টমেন্টে গত ৪ ফেব্রুয়ারি ওই যুবকের সামনেই হামলা করে সশস্ত্র দুষ্কৃতীরা।

এক ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ওই যুবক বাড়ি যাওয়ার সময় আচমকাই তাঁকে ঘিরে ধরে তার উপরো চড়াও হয় চারজন। তাকে বেধড়ক মারধর করার পর তাঁর কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।মারধরের জেরে যুবকের শরীরের একাধিক জায়গা কেটে গিয়েছে। অপর একটি ফুটেজে দেখা গিয়েছে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছে আলি, তার পিছনে দৌড়াচ্ছে চার দুষ্কৃতী।

হামলার খবর শুনে কার্যত আতঙ্কিত হয়ে পড়ে যুবকের পরিবার। এরপর যুবকের স্ত্রী বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে যোগাযোগ করে আমেরিকায় যাওয়ার জন্য সহায়তার আবেদন করেন। পাশাপাশি অনুরোধ করেন, ওই যুবকের যাতে যথাযথ চিকিত্‍সার ব্যবস্থা করা হয়। শিকাগোয় ভারতীয় দূতাবাস সূত্রে খবর, আলি ও তাঁর পরিবার এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাদের সবরকমের সহায়তা করা হচ্ছে।

Related Articles