আন্তর্জাতিক

অভিযান ভারতীয় নৌ সেনার, জলদস্যুদের হাত থেকে উদ্ধার জাহাজ

Indian Navy Operation 

The Truth of Bengal: গত কয়েক সপ্তাহ ধরেই আরব সাগরে হামলার শিকার হচ্ছে বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজ। অপহৃত জাহাজ উদ্ধারে এবং জলদস্যুদের মোকাবিলায় পরপর অভিযান চালাচ্ছে ভারতীয় নৌ বাহিনী। আরব সাগরে রণতরী পাঠিয়ে মোকাবিলা করছে জল দস্যুদের। গত সপ্তাহে লাইবেরিয়ার পতাকা নিয়ে চলা ‘এমভি লিলা নরফো’ নামে পণ্যবাহী জাহাজকে জলদস্যুদের হাত থেকে উদ্ধার করেছিল ভারতীয় যুদ্ধজাহাজ।

এবার জলদস্যুদের হাতে পণবন্দি ১৯ পাকিস্তানি নাবিককে উদ্ধার করল ভারতীয় নৌ সেনা। আরব সাগরে এই অভিযান চালিয়ে ভারতীয় নৌ সেনা জলদস্যুদের হাত থেকে বিদেশি নাবিকদের উদ্ধার করে। সোমালিয়ার পূর্ব উপকূলে জলদস্যুদের হাতে অপহৃত হয় একটি জাহাজ। জলদস্যুদের সঙ্গে লড়াই করে সেই জাহাজ ছিনিয়ে আনে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা।

ইরানি পতাকাবাহী মাছ ধরার ওই জাহাজটি অপহরণ করে জলদস্যুরা। ১১ জন জলদস্যু ওই জাহাজটি নিয়ে যায় সোমালিয়ার পূর্ব উপকূলে। অভিযান চালিয়ে জলদস্যুদের হাত থেকে জাহাজটি ছিনিয়ে এনেছে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা। ওই মাছ ধরার জাহাজে ছিলেন ১৯ জন পাকিস্তানি নাবিক। তাঁদের সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আরব সাগরে চলা বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজ বারবার আক্রান্ত হচ্ছে। জলদস্যুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সফল হচ্ছে ভারতীয় নৌ সেনা।

Related Articles