ইলিশ না পেলেও ডিম পাঠালো ভারত, বাংলাদেশে কমলো ডিমের দাম
India sent eggs despite not getting hilsa, the price of eggs decreased in Bangladesh

Truth Of Bengal: এবছর ওপার বাংলা থেকে আসছে না ইলিশ, এমনই সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ওপার বাংলার বর্তমান সরকারের পক্ষ থেকে জানানো হয় যে, এমন সিদ্ধান্তের মূল কারণ ওদেশের অভ্যন্তরীণ চাহিদার। বাংলাদেশেই নাকি পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত পরিমান ইলিশ, আর তার জেরেই নাকি এই সিদ্ধান্ত। ওপার ওদেশ থেকে ইলিশ না এলেও ভারত কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে স্বল্প মূল্যে বাংলাদেশে পাঠিয়েছে প্রায় আড়াই লক্ষ ডিম।
১০ সেপ্টেম্বর মঙ্গলবার ভারত থেকে প্রায় আড়াই লক্ষ ডিম রফতানি হয়ে যায় বাংলাদেশে। এর পাশাপাশি আগত দু’মাসে ওদেশে আরও ৪৭ লক্ষ ডিম রফতানি করা হবে বলে জানানো হয়েছে। বাংলাদেশ ভারতের থেকে এক একটি ডিম কিনেছে মাত্র ৪ টাকা (ভারতীয় মুদ্রায়) দামে। এর জেরে ডিমের মূল্য অনেকটাই কমে গিয়েছে ওপার বাংলায়।
অল্প পরিমান ডিম উপলব্ধ থাকায় এর আগে বাংলাদেশে প্রতিটি ডিমের মূল্য ছিল ১৫, ১৬-র আশেপাশে। তবে এখন ভারত থেকে স্বল্প মুল্যে ডিম পাঠানো হয়েছে বলে এক ধাক্কায় ডিমের দাম অনেকটাই কমেছে ওপার বাংলায়। বর্তমানে ওপার বাংলায় প্রতিটি ডিমের মূল্য দাঁড়িয়েছে ৮ থেকে ৯ টাকা (ভারতীয় মুদ্রায়)।