আন্তর্জাতিক

ভারত ও রাশিয়ার মধ্যে সহযোগিতা ক্রমাগত বাড়ছে, ভারত একটি মহান দেশ: ভ্লাদিমির পুতিন

India is a great country: Vladimir Putin

Truth of Bengal: সোভিয়েত জামানা থেকেই মস্কোর সঙ্গে ভারতের সুসম্পর্ক গোটা বিশ্বের অবগত। জওহরলাল নেহরু থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবাই রাশিয়াকে বন্ধু বলে কাছে টেনে এনেছেন। রাশিয়ার কথাবার্তাতেও বারবার উঠে এসেছে ভারতের প্রশংসা।

এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও ভারতের প্রশংসা করে বলেছেন, ভারত ও রাশিয়ার মধ্যে সহযোগিতা ক্রমাগত বাড়ছে। পুতিন ভারতকে একটি মহান দেশ হিসাবে বর্ণনা করে বলেছেন, ভারতের অর্থনৈতিক অগ্রগতি এবং এর বিশালতার কথা মাথায় রেখে এই দেশটিকে বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত। রাশিয়ার সোচি শহরে ভালদাই ডিসকাশন ক্লাব নামে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় পুতিন এসব কথা বলেন।

পুতিন তাঁর বক্তব্যে বলেছেন, আমরা বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নত করছি। ভারত একটি মহান দেশ। অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রেও এটি প্রধান অর্থনীতির মধ্যে বিশিষ্ট। ভারতের জিডিপি ৭.৪ শতাংশ হারে বাড়ছে। রাশিয়া ও ভারতের মধ্যে সহযোগিতা প্রতি বছর বাড়ছে। পুতিন সোভিয়েত ইউনিয়নের সময় থেকে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে কথা বলেছেন এবং দুই দেশের সম্পর্ককে অত্যন্ত বিশেষ বলে বর্ণনা করেছেন। পুতিন বলেন, ভারতের স্বাধীনতায় সোভিয়েত ইউনিয়নেরও ভূমিকা ছিল।

পাশাপাশি রুশ প্রেসিডেন্ট বলেন, ভারতকে বৈশ্বিক পরাশক্তির তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত। দেড় বিলিয়ন জনসংখ্যার একটি দেশ এবং বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি। ভারতের সংস্কৃতি অত্যন্ত প্রাচীন এবং ভবিষ্যতে উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে।

Related Articles