আন্তর্জাতিক

গাজায় যুদ্ধ বিরতির পক্ষে ভারত, রিয়াধে শান্তির বার্তা এস জয়শঙ্করের

India favors ceasefire in Gaza, S Jaishankar's message of peace in Riyadh

Truth Of Bengal: বোমা বারুদের গন্ধে ভারী বাতাস। যুদ্ধ থামার কোনও লক্ষণই নেই। চারিদিকে অশান্তির আবহ। একদিকে ইউক্রেন-রাশিয়া, অন্যদিকে ইজরায়েল-হামাস যুদ্ধে পরিস্থিতি নিয়েছে ভয়াবহ রূপ। চারদিকে রক্ত বন্যা বয়ছে।এহেন পরিস্থিতিতে শান্তির বার্তা দিতে দেখা গেলো ভারতকে।

সোমবারে রিয়াধের বৈঠকেগাজায়যুদ্ধবিরতির কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি বলেন, বর্তমানে গাজার যুদ্ধ পরিস্থিতি সবচেয়ে উদ্বেগের বিষয়। তাই এই মুহূর্তে দাঁড়িয়েযুদ্ধবিরতিই শ্রেয়। সোমবার ‘গাল্ফ কোঅপারেশন কাউন্সিল’-এর বৈঠক ছিল রিয়াধে। যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীরা। ওই বৈঠকে উপস্থিত জয়শংকর বলেন, ভারত প্রথম থেকেই সন্ত্রাসবাদ বিরোধী। গাজায় নিরীহ মানুষের মৃত্যু নিয়েদিল্লি এই মুহুর্তে বেশ উদ্বিগ্ন এবং শোকাহত রয়েছে। যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভারতের বিদেশমন্ত্রীএস জয়শংকর বলেন, ‘‘গাজা নিয়ে ভারতের অবস্থান একই রয়েছে, কোনোমতেই তা থেকে পিছিয়ে যাবে না তারা। এই মুহুর্তে ভারত অবিলম্বে গাজায় যুদ্ধবিরতিচায়।’’

এর সাথে সোমবারের বৈঠকে জয়শংকরের সংযোজন প্যালেস্টাইন প্রসঙ্গ দ্বি-রাষ্ট্র সমাধানের কথা। এর পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন অতীতে গাজায় ভারতের ত্রাণ সরবরাহের কথা। বর্তমান বিশ্বে কোনও দেশই একা সিদ্ধান্ত নিতে পারেন না, তার জন্য একে অপরের প্রতি নির্ভর করতে হয়। আর একে অপরের সেই সম্পর্কে যুদ্ধ পাঁচিল সৃষ্টি করছে। এই পরিপ্রেক্ষিতে জয়শংকর বলেন, “যুদ্ধ পরিস্থিতিই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিদ্যুৎ পরিবহণ থেকে মানবসম্পদ— সব ক্ষেত্রেই দেশগুলি একে অপরের ওপরে কতটা নির্ভরশীল।”

Related Articles