ছটি উপজেলার ব্যাঙ্কে কাজ বন্ধের ঘোষণা
In Bandarban, Bangladesh, consecutive banks, banks in six upazilas announced to stop working

The Truth of Bengal: পরপর ব্যাঙ্ক ডাকাতির ঘটনা বাংলাদেশের বান্দারবন এলাকাতে। একজন ম্যানেজারকে অপহরণও করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র আতঙ্কিত সেখানকার মানুষজন। এরপরই সোনালী ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার বান্দরবানের ছটি উপজেলার সমস্ত ব্যাবন্ধ রাখার সিদ্ধান্ত নেন। বাংলাদেশের বান্দারবন এলাকায় একের পর এক ডাকাতির ঘটনা। পরপর সেখানে ব্যাঙ্কে লুঠ চালানোর পর ব্যাঙ্ক ম্যানেজারকেও অপহরণের খবর সামনে আসে।
ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশানাল ফ্রন্টের যোগসাযোশ থাকার প্রাথমিক প্রমান মিলিছে বলে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার এবং বুধবার পরপর লাগাতার ভাবে ব্যাঙ্কে ডাকাতির ঙঘটনা ঘটে যায়। জানা যায়, মঙ্গলবার রাতে রুমা উপজেলার সোনালী ব্যাঙ্কের শাখাতে চলে লুঠ। এরপরই বুধবার দুপুরে থানচিতে সোনালী ও কৃষি ব্যাঙ্কে চলে ডাকাতির ঘটনা। পরপর এভাবে ব্যাভেক লুঠের ঘটনায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য, আতঙ্কিত এলাকার মানুষজন। এইসমস্ত হামলা ও লুঠের ঘটনাকে কেন্দ্র করেই বান্দারবানের ছটি উপজেলার সমস্ত ব্যাঙ্কের কাজ বন্ধ থাকবে বলেই ঘোষণা করা হল এবার।
তবে খোলা থাকবে শুধুমাত্র সদর উপজেলার ব্যাঙ্ক। বান্দারবানের সোনালী ব্যাঙ্কের ডেপুটি জেনারেল জানান এই কথা। তিনি জানান, নিরাপত্তার কথা মাথায় রেখেই রুমা, থানচি, রোয়াংছড়ি, আলীকদম এবং লামা উপজেলাতে সব ধরনের ব্যাঙ্কের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও স্প নয় যে এই ব্যাঙ্কগুলি আবার কবে স্বাভাবিক ছন্দে ফিরবে। সূত্রের খবর, কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত। তাঁরা পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র, মোবাইল এবং নগদ অর্থ সহ ব্যাঙ্কের ম্যানেজারকে পর্যন্ত অপহরণ করে বলে অভিযোগ।