চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রাশি রাশি শতাব্দী প্রাচীন মুদ্রা, কোথায় জানেন?
Centuries old coins

The Truth of Bengal,Mou Basu: সমুদ্রের তলায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রাশি রাশি শতাব্দী প্রাচীন মুদ্রা। মুদ্রার পাশাপাশি সমুদ্রের তলায় রয়েছে আরো পুরাতাত্ত্বিক নিদর্শন। সম্প্রতি ইতালির সার্দিনিয়ায় এমনই পুরাতাত্ত্বিক নিদর্শনের হদিশ পেয়েছেন পুরাতাত্ত্বিক ও অভিযাত্রী দল। প্রায় ৩০ হাজার প্রাচীন মুদ্রার খোঁজ মিলেছে সার্দিনিয়ার সমুদ্রতলে।গবেষকরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানান, মুদ্রাগুলি ৩২৪ থেকে ৩৪৬ খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত।
ইতালির সংস্কৃতমন্ত্রক জানিয়েছে, মুদ্রাগুলি ব্রোঞ্জ নির্মিত। সার্দিনিয়ার Arzachena টাউনের উপকূলবর্তী এলাকায় সমুদ্রের তলায় বিশাল মুদ্রা ভাণ্ডারের হদিশ মিলেছে।সমুদ্রের তলায় ডাইভিং করার সময় এক অভিযাত্রী চকচকে ধাতুর মতো জিনিস দেখেন। সূর্যের আলোয় তা চকচক করছিল। এরপর ওই জায়গাটায় অভিযান চালিয়ে আরো মুদ্রার হদিশ মেলে। আপাতত ৩০ হাজার মুদ্রা পাওয়া গেলেও মনে করা হচ্ছে ৫০ হাজারের বেশি মুদ্রা থাকতে পারে।
এর আগে ইংল্যান্ডে সমুদ্রের তলায় ২২,৮৮৮টি মুদ্রা পাওয়া গিয়েছিল। তাই সেই হিসাবে সার্দিনিয়ার আগে সমুদ্রের তলায় এত বেশি পরিমাণে প্রাচীন মুদ্রা আর কখনো পাওয়া যায়নি। এমনই দাবি করেছে সার্দিনিয়ার পুরাতত্ত্ব বিভাগ। মনে করা হচ্ছে, ওই জায়গাটায় কোনো জাহাজডুবির ঘটনা প্রাচীনকালে হয়ে থাকতে পারে। মুদ্রাগুলি হয়ত সেই জাহাজে ছিল। মুদ্রাগুলি সমুদ্রের তলায় সামুদ্রিক ঘাসের ওপর পড়ে ছিল। চতুর্থ শতকের হলেও মুদ্রাগুলি ভালো আছে। কী খোদাই করা আছে তা পড়াও যাচ্ছে।