আন্তর্জাতিক

তীব্র তাপপ্রবাহের জের ! মঙ্গলবার ঢাকাসহ ২৭ জেলায় বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

Heat Wave at bangladesh

The Truth of Bengal : তাপপ্রবাহের স্পেল স্বমহিমায় বহাল রয়েছে, কমার কোনও লক্ষণই নেই। আর এবার তীব্র তাপপ্রবাহের জেরে ঢাকাসহ ২৭টি জেলার সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিল শিক্ষা দফতর। সোমবার শিক্ষা দফতরের তরফে স্পষ্ট বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, মঙ্গলবার খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা এবং ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। যদিও, জারি করা বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়গুলি ২রা মে পর্যন্ত বন্ধ থাকবে। প্রসঙ্গত, তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধির ফলে অসুস্থ হয়ে পড়ছে স্কুল-কলেজে আসা শিক্ষার্থীরা। গরমের জেরে কয়েকজনের শারীরিক অবস্থার এতটাই অবনতি ঘটেছে, তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালেও। এমনকি, সোমবারও ঢাকা, চুয়াডাঙা, যশোর, খুলনার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছিল শিক্ষা দফতর।

Related Articles