ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের তান্ডব! মৃত দুই, আতঙ্কে শিক্ষাঙ্গন
Gunman attacks Florida University! Two dead, campus in panic

Truth Of Bengal: আমেরিকার ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে হঠাৎ করে ঘটে গেল ভয়ানক এক ঘটনা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় এক ২০ বছরের ছাত্র। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। আহত হন আরও ৫ জন। এই ঘটনার জেরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় জুড়ে। ছাত্রছাত্রীরা প্রাণ বাঁচাতে যে যেদিকে পারে পালাতে শুরু করেন। কেউ লুকিয়ে পড়েন ক্লাসরুমে, কেউ আশ্রয় নেন অন্য ভবনে।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে গুলি করে। পরে জানা যায়, তার নাম ফিনিক্স ইকনার। সে নিজেও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পাশাপাশি, তার বাবা লিওন কাউন্টি শেরিফ দফতরের একজন ডেপুটি শেরিফ। তদন্তে উঠে এসেছে, এই হামলার জন্য ইকনার ব্যবহার করেছিল তার মায়ের লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র। সেই বন্দুকটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আরও একটি শটগান ছিল তার কাছে।
ঘটনার পর গোটা বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে ফেলে পুলিশ। জারি করা হয় লকডাউন। ফ্লোরিডা পুলিশ ও প্রশাসন সক্রিয়ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। কেন এমন হামলা চালাল ওই ছাত্র, তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত কোনও সমস্যা না কি অন্য কোনও কারণ – খতিয়ে দেখা হচ্ছে সবদিক।
এই ঘটনা ফের একবার আমেরিকার অস্ত্র আইন নিয়ে বিতর্ক উসকে দিয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, অস্ত্র আইনে কোনও পরিবর্তনের কথা আপাতত ভাবা হচ্ছে না। ফ্লোরিডার শিক্ষাঙ্গনে এই হিংসার ঘটনার পর উদ্বিগ্ন গোটা দেশ। প্রশ্ন উঠছে, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা কতটা নিশ্চিত?