পাকিস্তানে গ্যাস ট্র্যাঙ্কার বিস্ফোরণ, মৃত ছয়
Gas tanker explosion in Pakistan, six dead

Truth Of Bengal: পাকিস্তানের মুলতানে একটি গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণে ছয় জনের মৃত্যু হয়েছে। এছাড়া এতে আহত হয়েছেন আরও ৩১ জন। মুলতানের হামিদপুর কানোরা অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীদের সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোররাতে এলপিজি ট্যাঙ্কারে বিস্ফোরণের ফলে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। তাঁদের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে খুব অল্প সময়ের মধ্যেই ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছয়। কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন তারা।
প্রাথমিকভাবে ভয়াবহ ওই বিস্ফোরণে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়। কিন্তু উদ্ধার তৎপরতার সময় আরেক মহিলার মৃতদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ছয়। এদের মধ্যে একজন অল্প বয়সী মেয়েও রয়েছে। পুলিশ জানিয়েছে, গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় আশেপাশের ২০টি বাড়ি পুরোপুরিভাবে পুড়ে ধ্বংস হয়ে গিয়েছে এবং ৭০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।