আন্তর্জাতিক

পাবনায় ফেসবুকের মাধ্যমে প্রতারণা চক্র ! নারীদের অশ্লীল ছবি ব্যবহারের অপরাধে গ্রেফতার ৪

The Truth Of Bengal: রমরমিয়ে চলত প্রতারণা চক্র। মহিলাদের ছবির সঙ্গে জুড়ে দেওয়া হত অশ্লীল ছবিও! আর এবার পাবনায় প্রতারণা চক্র চালানোর অপরাধে গ্রেফতার করা হল ৪ জনকে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, টাকা না দিলে দেখানো হত ভয়। হুমকি দেওয়া হত ছবি ফাঁস করে দেওয়ার। আর গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা গ্রেফতার করল প্রতারণা চক্রের চার সদস্যকে।

ওই চার অভিযুক্তের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটার এবং বেশ কয়েকটি স্মার্টফোনও। গ্রেফতার হওয়া চারজন হলেন পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামের ইশতিয়াক আহমেদ (১৮), জেলা শহরের রাধানগর মহল্লার মো. ইমন আহাম্মেদ (২০), শালগাড়িয়া মহল্লার মো. হাসিবুল হাসান তন্ময় (২২) ও বিলভাদুরিয়া এলাকার ১৭ বছর বয়সী এক কিশোর। ঘটনাটি নিয়ে সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে পুলিশ-প্রশাসন জানিয়েছে, বেশ কিছুদিন ধরে স্কুল-কলেজে পড়া মেয়েশিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছিল।

তাদের পরিবারের সদস্যরা পুলিশ সুপার কার্যালয়ে বেশ কিছু অভিযোগ দিয়েছেন। অভিযোগে তাঁরা জানিয়েছেন, অশ্লীল ছবির সঙ্গে মেয়েদের ছবি জুড়ে দিয়ে ফেসবুকে পোস্ট করা হচ্ছে। পরবর্তী সময়ে ফেসবুক থেকে সেসব ছবি ডিলিট করার জন্য পেজ অ্যাডমিনরা ভুক্তভোগীর কাছ থেকে টাকা দাবি করছে। তাদের দাবিমতো টাকা না দিলে আরও আপত্তিকর ছবি পোস্ট করার হুমকি দিত। আর এই অভিযোগ সামনে আসতেই তৎপর হয় প্রশাসন। তড়িঘড়ি হদিশ লাগিয়ে গ্রেফতার করা হয় চারজনকে। তবে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles