মিলল ১৩ টি নতুন প্রজাতির ভাইরাসের খোঁজ, আবারও কি মহামারির আশঙ্কা ?
Found 13 new types of viruses, is there a risk of an epidemic again?

The Truth Of Bengal, Mou Basu : গত জানুয়ারি মাসেই বিজ্ঞানীরা সতর্ক করেছিলেন সুমেরুর বরফের চাদরের আড়ালে নিষ্ক্রিয় হয়ে রয়েছে বিভিন্ন শক্তিশালী জম্বি ভাইরাস। বরফ গললেই এসব ভাইরাসের সক্রিয় হয়ে উঠে প্রাণঘাতী হয়ে ওঠার সম্ভাবনা আছে। এরমধ্যেই আন্টার্কটিকার প্রত্যন্ত অঞ্চলে ১৩টি নতুন ভাইরাসের খোঁজ মিলেছে। এরমধ্যে ২টি ভাইরাসের মানুষকে সংক্রমিত করার ক্ষমতা রয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।
আমেরিকার অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির গবেষকরা এই নয়া প্রজাতির ভাইরাসের খোঁজ পেয়েছেন। আন্টার্কটিকার ম্যাকমুরডো সাউন্ড অঞ্চলে ২ বছর ধরে ওয়েডেল সিল মাছের ওপর গবেষণা চালান তাঁরা। প্যাপিলোমাভাইরাস প্রজাতির ১৩ রকমের নয়া ভাইরাসের খোঁজ মিলেছে।
২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ওয়েডেল সিল মাছের ১০৯টি নাক ও ভ্যাজাইনাল লালারসের নমুনা সংগ্রহ করেন বিজ্ঞানীরা। তা পরীক্ষা করে দেখা যায় এসব ভাইরাসের মানুষ, সরীসৃপ ও পাখিদের শরীরে সংক্রমণ ঘটানোর ক্ষমতা রয়েছে। এরমধ্যে ১১টি একদম আনকোরা নতুন প্রজাতির ভাইরাস। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে Virology নামক জার্নালে।