হাসপাতালের স্টোররুমে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক
Fire in hospital storeroom, panic among patients

The Truth of Bengal: ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের স্টোররুমে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আগুনে ওষুধ, যন্ত্রপাতি ও কাগজপত্র পুড়ে গেছে। বৃহস্পতিবার সকালে হাসপাতালটির নতুন ভবনে এ ঘটনা ঘটে। দমকলের চেষ্টায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
এদিকে হাসপাতালে আগুন লাগার ঘটনায় রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত বহুতল ওই হাসপাতাল থেকে নিচে নেমে আসেন। শহরের পশ্চিম খাবাসপুর মহল্লায় হাসপাতালটির অবস্থান। বৃহস্পতিবার সকালে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলার পশ্চিম দিকে অবস্থিত স্টোররুম থেকে আগুন প্রথম দেখা যায়। এ সময় ৩ হাজার ৬০০ বর্গফুটের ঘড়টি বাইরে থেকে তালাবদ্ধ ছিল।
এ নিয়ে গত দেড় মাসে এ হাসপাতালে তিনবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানাগিয়েছে।জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, ‘গত দেড় মাসে এই হাসপাতালে তিনবার আগুন লেগেছে। যা আতঙ্কের বিষয়। হাসপাতালের ভবনটি নির্মানের সময় কিছু ত্রুটি থেকে যাওয়ায় আগুন নেভার কাজে বেগ পেতে হয় দমকলের কর্মীদের।