প্রকাশ্যে নতুন ছাত্র সংগঠনের নাম, প্রতিনিধিত্ব নিয়ে চরম উত্তেজনা ঢাবি চত্বরে
Extreme tension on DU campus over public announcement of new student organization's name and representation

Truth Of Bengal: শুক্রবার আত্মপ্রকাশ করতে চলেছে নতুন রাজনৈতিক দল। তার আগে প্রকাশ্যে এসেছে নতুন ছাত্র সংগঠনের নাম। বুধবার ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন একটি সংগঠনের নাম ঘোষণা করা হয়। আর এরপর থেকেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে। একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় চত্বরে তুমুল বিক্ষোভ দেখায়। যারা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বলেই জানা যাচ্ছে। পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছায়।
বিক্ষোভকারী পড়ুয়ারা জুলাই-অগাস্ট আন্দোলনে অংশ নিয়েছিল বলে জানায়। সেই আন্দোলনে তাদের ভূমিকার কথা উল্লেখ করে। তাদের দাবি, নতুন ছাত্র সংগঠনে প্রায় সব পদে ঢাবির শিক্ষার্থীরা রয়েছে। তাদের প্রতিনিধিত্ব থেকে কেন বঞ্চিত করা হচ্ছে , সেই প্রশ্ন তুলে সরব হয় আন্দোলনকারী পড়ুয়ার।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই নতুন ছাত্র সংগঠন নিয়ে গুঞ্জন চলছিল। কারণ বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের অভ্যন্তরে সমস্যা চলছিল বলে রব উঠেছিল। সেই জল্পনার অবসান হয় বুধবার বিকেলে। এদিন সাংবাদিক সম্মেলন করেন বৈষম্যবিরোধীর কয়েকজন প্রাক্তন সমন্বয়ক। ঘোষণা করেন নতুন ছাত্র সংগঠনের নাম। সেই সঙ্গে প্রনিধিদের নামও জানানো হয়। এরপরেই ক্ষুব্ধ হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তারা অভিযোগ করেন, আন্দোলনে তাদের যথেষ্ট ভূমিকা থাকা সত্ত্বেও পর্যাপ্ত সংখ্যক পদ দেওয়া হচ্ছে না। দফায় দফায় আন্দোলন চলে। ধাক্কাধাক্কি, হাতাহাতিতে বেশ কয়েকজন জখম হয় বলেও জানা যাচ্ছে।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, নতুন এই ছাত্রসংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক পদে রয়েছেন আবু বাকের মজুমদার। কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব জাহিদ আহসান। যাত্রা শুরুর দিনেই বিক্ষোভ ও হাতাহাতির খবর দিয়ে সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নিয়েছে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। সেদিন নতুন ছাত্র সংগঠনের ঘোষণা করে এক সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ বলেন, “নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য নতুন ছাত্র রাজনীতি দরকার। এজন্য নতুন ধারার লেজুড়বৃত্তিহীন ছাত্র রাজনীতিকে আমরা স্বাগত জানাই। যারা নতুন ছাত্রসংগঠনে যোগ দেবে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে যাবে।”