আন্তর্জাতিক
Trending

কবর থেকে গায়েব মৃতদেহ! লক্ষ লক্ষ টাকায় মৃতদেহ বিক্রির পর্দাফাঁস   

Exhumed dead bodies for sale in Valencia, Spain.

The Truth Of Bengal: কবর থেকে মৃতদেহ তুলে বিক্রির চক্র ফাঁস। ঘটনাটি ঘটেছে স্পেনের ভ্যালেন্সিয়াতে। মৃতদেহগুলি লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হতো বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে তদন্তের পর অবশেষে এই চক্রের পর্দাফাঁস করে স্প্যানিশ পুলিশ। এখনও পর্যন্ত ১১টি মৃতদেহ বিক্রির প্রমাণ পাওয়া গিয়েছে বলেই জানা যায়।

কবর থেকে মৃতদেহ গায়েব। মৃতের পরিজনেরা মৃত ব্যক্তিকে কবর দেন। সেই কবরস্থানে এসে মৃত ব্যক্তিকে স্মরণ করেন নিকট আত্মীয়রা। তবে সমাধিস্থ করা মৃত ব্যক্তিকে কবর থেকে  তুলে নিয়ে গিয়ে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে স্পেনের ভ্যালেন্সিয়াতে। দীর্ঘদিন ধরে তদন্তের পর অবশেষে মৃতদেহ বিক্রির পর্দাফাঁস করেছে স্পেনের পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, এখনও পর্যন্ত ১১টি মৃতদেহ বিক্রির প্রমাণ পাওয়া গিয়েছে। তবে যে সব মৃতদেহগুলি বিক্রি করার প্রমাণ পাওয়া গিয়েছে যা ভারতীয় মুদ্রায় এক লাখ টাকার বেশি অঙ্কে বিক্রি হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। তবে এই চক্রে এখনও পর্যন্ত  কতগুলি মৃতদেহ বিক্রি করা হয়েছে তা জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ২০২৩ সাল থেকে এই তদন্ত চালিয়ে যাচ্ছে স্প্যানিশ পুলিশ।

অবশেষে ২০২৪ সালে এই মৃতদেহ বিক্রির চক্র ফাঁস করতে সক্ষম হয়েছে পুলিশ। উল্লেখ্য, কবরস্থান কর্তৃপক্ষ কবর থেকে মৃতদেহ তুলে বিক্রি করে দিচ্ছে বিভিন্ন পরীক্ষাগারে। মেডিক্যাল কলেজ-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে এই সব মৃতদেহ কবর থেকে তুলে ব্যবহার করা হয়েছে বলেই জানা যাচ্ছে।

Free Access

Related Articles