
The Truth of Bengal: অনাহারে ধুঁকছে আফ্রিকার দেশ ইথিওপিয়া। যুদ্ধবিধ্বস্ত তিগ্রেতে খাবারের অভাবে মৃত্যু হয়েছে ইমধ্যেই ৮৬০ জনের। বিগত চার মাস অর্থাত সেপ্টেম্বর থেকে নতুন বছরের জানুয়ারী মাস পর্যন্ত এই পরিসংখ্যান সামনে এসেছে। তিগ্রে প্রশাসনের প্রধান শিকারও করেছেন এই পরিসংখ্যান। শুধু তাই নয়, প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এই সংখ্যা আরও বাড়তে পারে। এখনও অনাহারে প্রাণ হারানো অনেকেরই নাম তালিকাভুক্ত হয়নি বলে জানানো হয়েছে।
তবে দীর্ঘদিন অবস্থা চলতে থাকলে অঞ্চলটি ভয়াবহ দুর্ভিক্ষের সম্মুখীন হতে পারে বলেও মনে করা হচ্ছে। তাই মানবিক সাহায্যের আবেদ জানিয়েছেন তিগ্রে প্রশাসনের প্রদান রেদাই হ্যালেফম। মূলত এই জায়গাটি সেভাবে মানবিক সাহায্য না পাওয়ার কারণেই এই ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই তিগ্রের আঞ্চলিক প্রশাসনের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট এই অনাহারে মৃত্যু ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন।
এই বর্তমান পরিস্থিতিকে তিনি তুলনা করেছেন ১৯৮৪ সালের পরিস্থিতির সঙ্গে। প্রায় ৪০ বছর আগে সেই দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছিলেন লাখ লাখ মানুষজন। মূলত এই বারংবার দুর্ভিক্ষের কারণ স্বরূপ গৃহযুদ্ধকেই দায়ী করছেন আঞ্চলিক প্রশাসনের অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট। সঙ্গে খরা পরিস্থিতিও অব্যাহত সেখানে। দুর্ভিক্ষ ও খরা দুইয়ের প্রভাবেই তিগ্রের ৯১ শতাংশের বেশি মানুষের মৃত্যু হয়েছে।