আন্তর্জাতিক

চীনা হাসপাতালে এলোপাথাড়ি ছুরির হামলা, নিহত ১০,আহত বহু

Elopathari knife attack on Chinese hospital

The Truth of Bengal: আততায়ীর হামলায় রক্তাক্ত চিন। চিনের ইউনান প্রদেশের ঘটনা। মঙ্গলবার আচমকাই এক ব্যক্তির ছুরি নিয়ে প্রবেশ করে ওই হাসপাতালে। এলোপাথারি কোপ বসাতে শুরু করে সেখানকার মানুষজনদের উপর। ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন বলে খবর রয়েছে। একইসঙ্গে এই ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, স্থানীয় সময় অনুযায়ী দুপুর তখন প্রায় দেড়টা।

ছুরি হাতে ইউনানের এক হাসপতালে কালো পোশাক পরিহিত এক ব্যক্তির প্রবেশ। সামনে থাকা সকল মানুষকে এক এক করে কোপাতে থাকে ওই ব্যক্তি। ছুরির আঘাতে অন্তত পক্ষে ২১ জন আহত হন। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে সেদেশর প্রশাসন। ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। জানা যায়, এই ঘটনা ঘটার সময়ের একাধিক সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই অভিযুক্ত ব্যাক্তিকে চিহ্নিত করেছে পুলিশ। ইতিমধ্যেই তাকে পুলিশ গ্রেফতার করেছে বলেও খবর। তবে এই কাণ্ড ঘটনার পেছনে কী কারণ তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ভয়ঙ্কর এই ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনা এবারই প্রথম নয়। গত বছরও এই ধরণের ঘটনার সাক্ষী থেকেছিল চিন। সেই সময় দুজনের মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছিল। তবে ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিল বলে খবর পাওয়া গিয়েছিল।

Related Articles