আন্তর্জাতিক

ফের ভুমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, কম্পন অনুভূত দিল্লি-কাশ্মীরেও

Earthquake shakes Afghanistan again, tremors felt in Delhi-Kashmir

Truth Of Bengal: শুক্রবার দুপুরে আফগানিস্তান এবং তাজিকিস্তানের সীমান্তবর্তী এলাকায় বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৮, যা কাশ্মীর, দিল্লি ও ভারতের বেশ কয়েকটি অঞ্চলে কম্পন সৃষ্টি করেছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, ভূমিকম্পটি ঠিক ১২টা ১৭ মিনিটে অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত, ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৮৬ কিলোমিটার গভীরে। ভারতের বিভিন্ন জায়গায় এই ভূমিকম্পের প্রভাব দেখা যায়, এমনকি কিছু ভিডিওতে দেখা যায়, বাড়ির আসবাবপত্র এবং সিলিং ফ্যান কাঁপছে।

এই ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে, ৫.৬ মাত্রার এক ভূমিকম্প গত বুধবার আফগানিস্তানে অনুভূত হয়েছিল, যার কেন্দ্রস্থল ছিল পূর্ব বাঘলান থেকে ১৬৪ কিলোমিটার দূরে।

বিশেষভাবে উল্লেখযোগ্য, ২৮ মার্চ মায়ানমারে ৭.৭ মাত্রার এক বিধ্বংসী ভূমিকম্পের ঘটনা ঘটে, যার ফলে ব্যাপক ক্ষতি হয়েছিল। মায়ানমারে প্রায় ৩১০০ জনের মৃত্যু হয় এবং থাইল্যান্ডেও ভূমিকম্পের প্রভাব পড়েছিল।

মায়ানমারে ভূমিকম্পের কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলেন, এই অঞ্চল ভারতীয় এবং ইউরেশিয়ান প্লেটের ফাটলের কাছে অবস্থান করছে। এই প্লেট দুটি প্রতিবছর ৫ সেন্টিমিটার হারে একে অপরের দিকে এগিয়ে আসছে, যার ফলে এমন ভূমিকম্প ঘটে।

আফগানিস্তানে আবারো এই ধরনের ভূমিকম্পের ঘটনা বিশেষ সতর্কতা এবং প্রস্তুতির প্রয়োজনীয়তা বোঝায়, যেন ভবিষ্যতে আরও বড় বিপদ মোকাবিলা করা যায়।

Related Articles