আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৭

Earthquake of magnitude 4.7 on Richter scale hits Pakistan

Truth Of Bengal: ভূমিকম্পে কাঁপল পাকিস্তান। সোমবার বিকেলেই কম্পন অনুভূত হয় পাকিস্তানের করাচি ও সংলগ্ন অঞ্চলে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৭। করাচির কাছাকাছি অঞ্চলই এই ভূমিকম্পের উৎসস্থল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, ভারতীয় সময় অনুযায়ী, সোমবার বিকেল ৪টে ৪০ মিনিট নাগাদ এই ভূমিকম্পটি হয়েছে। ভূপৃষ্ট থেকে ১০ কিলোমিটার গভীরে এই কম্পন হয়েছে বলে সূত্রের খবর।

তবে ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে। প্রাথমিকভাবে জানা যায়, মৃদু কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে। জানা যায়, ভূমিকম্পের উৎসস্থলের দূরত্ব করাচি থেকে প্রায় ১০০ কিলোমিটার। প্রাথমিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর না মিললেও স্থানীয়দের মধ্যে অনেকেই এই ভূমিকম্পের জেরে যথেষ্টই উদ্বিগ্ন। আতঙ্কে অনেকেই বেরিয়ে আসেন ঘরের বাইরে।

প্রসঙ্গত, গত মাসের শেষের দিকেও ৪.৫ মাত্রায় পাকিস্তানে ভূমিকম্প হয়েছিল পাকিস্তানে। মায়ানমারেও শুক্রবার ৭.৭ মাত্রার ভূমিকম্পে   মৃত্যু হয়েছে অসংখ্যা মানুষের। সেই য়মৃতের সংখ্যা বেড়ে চলেছে এখনও।

Related Articles