আন্তর্জাতিক

ডাচ সমর্থককে গুলি জার্মান পুলিশের

Dutch supporter shot by German police

The Truth of Bengal: ইউরোয় নেদারল্যান্ডস ম্যাচের আগেই ডাচ সমর্থককে গুলি করার ঘটনা। অভিযোগের তীর জার্মানি পুলিশের বিরুদ্ধে। হামবুর্গের এই ঘটনা স্থানীয় সময় দুপুর ১২ টা নাগাদ ঘটায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। ঘটনাস্থল ঘিরে ফেলে হামবুর্গ পুলিশ। ইউরোয় নেদারল্যান্ডসের প্রথম ম্যাচ। পোল্যান্ডে হামবুর্গের বিরুদ্ধে নামছে নেদারল্যান্ডস। হামবুর্গ-নেদারল্যান্ডসের সেই ম্যাচ দেখতে ভিড় জমান উতসাহী ডাচ সমর্থক।

কিন্তু সেই ম্যাচের আগেই ঘটে যায় বিপত্তি। ওই দেশের এক সমর্থককে লক্ষ করে চলল গুলি। অভিযোগের তীর জার্মানি পুলিশের বিরুদ্ধে।  সূত্রের খবর, হামবুর্গে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনা স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটা নাগাদ ঘটে। সূত্রের খবর, রিপারবান নামক এক এলাকায় ভক্তদের জন্য ফ্যানপার্কের ব্যাবস্থা করা হয়েছিল। সেখানেই একজন ডাচ সমর্থক উপস্থিত এক পুলিশকে উতত্তক্ত করতে শুরু করেন। সেই সঙ্গে কুঠার নিয়ে পুলিশকে ভয় দেখাতেও তিনি শুরু করেন বলে জানা যায়।

গোটা ঘটনা নজরে আসতেই হামবুর্গ পুলিশের তরফ থেকে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। এই সমস্ত ঘটনার পরই অভিযুক্ত ওই ব্যাক্তিকে তাক করে শুরু হয় পুলিশের গুলি বর্ষণ। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ারও চেষ্টা চালান ওই ডাচ সমর্থক। তবে পুলিশের গুলি তাঁর শরীরে লাগা মাত্রই অভিযুক্ত ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়ে বলে খবর। সূত্রের খবর, বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিতসাধীন। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হামবুর্গ থানার পুলিশ।