
Truth of Bengal: পুজো পরিদর্শনে শনিবার বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে এলেন ড. ইউনুস। শারদীয় দুর্গাপুজো উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পুজো পরিদর্শন করতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুস। শনিবার বিকেল তিনটে নাগাদ প্রধান উপদেষ্টা সেখানে উপস্থিত হন এবং হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানা গিয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ গণমাধ্যমকে আগেই জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টা বিকেল ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যাবেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে ঢাকেশ্বরী জাতীয় মন্দির এলাকায় ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা। এসএসএফ-সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত ছিল। সাধারণ মানুষের প্রবেশে কড়াকড়ি আরোপ করা ছিল।