আন্তর্জাতিক

ম্যাজিক ফিগার পেরলেন ডোনাল্ড ট্রাম্প, মসনদে বসা এখন সময়ের অপেক্ষা

Donald Trump crosses magic figure, now it's time to sit in the Senate

Truth Of Bengal: ফের মার্কিন মসনদে বসতে চলেছেন ট্রাম্প। শত জল্পনা- কল্পনা পার করে অবশেষে মার্কিন মুলুক জয় প্রায় নিশ্চিত করে ফেললেন ট্রাম্প। ২৭৭ ইলেক্টোরাল ভোট পেয়ে ম্যাজিক ফিগার পেরিয়ে গেলেন রিপাব্লিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস দখলের আরও কাছাকাছি পৌঁছে গেলেন ট্রাম্প। অপরদিকে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস এখনও পর্যন্ত ২২৬টি আসনে এগিয়ে রয়েছেন।

Related Articles