ভূমধ্যসাগরের অতল গভীরে খোঁজ মিলল রত্নখনির, চক্ষু চড়কগাছ বিজ্ঞানীদের
Deep in the depths of the Mediterranean, the scientists found gem mining

The Truth of Bengal: সমুদ্রের অতল জলের তলায় এমন রত্নখনি দেখতে পেয়ে চক্ষু চড়কগাছ বিজ্ঞানীদের। ইজরায়েল উপকূল থেকে ৯০ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে ৩,৩০০ বছর পুরনো একটি জাহাজের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে। সমুদ্রের তলদেশে অনুসন্ধান চালানো একটি রোবট এর খোঁজ পেয়েছে। সমুদ্রের ১.৮ কিলোমিটার তলায় এই জাহাজের দেখা মিলেছে। জাহাজটির বয়স আনুমানিক ৩ হাজার ৩০০ বছর বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। এটিই সম্ভবত সবচেয়ে পুরনো জাহাজ।
বিশেষজ্ঞদের মতে, ব্রোঞ্জ যুগের শেষের দিকের এই জাহাজটি জলদস্যু হানা অথবা কোনও প্রবল ঝড়ের মুখে পড়ে ডুবে গিয়েছিল। এছাড়া, জাহাজটির ধ্বংসাবশেষে এক ধরনের জারের সন্ধান পাওয়া গেছে। প্রাচীন গ্রিসে অ্যামফোরা নামে এই জার ব্যবহার হত। এই বিশেষ পাত্রের পেটের কাছটা চওড়া গোল, ওপর ও নীচের অংশ তার চেয়ে অনেকটাই সরু। এই জারগুলির ২ ধারে ২টি হাতল থাকত। প্রধানত মদ, দুধ বা শস্য রাখার জন্য এই জার ব্যবহার করা হত।
পূর্ব ভূমধ্যসাগরের তলদেশে জ্বালানি তেলের খোঁজ চালাচ্ছিল ইজরায়েলের একটি সংস্থা। তেলের খোঁজে সমুদ্রের তলায় অনুসন্ধান চালানোর সময় ইজরায়েলের ওই সংস্থার পাঠানো সেই রোবটের নজরে পড়ে এই জাহাজের কঙ্কালটি। আপাতত সমুদ্রের গভীরে জলের তলায় পড়ে থাকা জাহাজটিকে আরও ভাল করে পরীক্ষা করার কাজ চলছে। মনে করা হচ্ছে, ১২ থেকে ১৪ মিটার লম্বা মালবাহী জাহাজটি ছিল পণ্য পরিবহণে ব্যবহার করা হত বলে মনে করা হচ্ছে।