আন্তর্জাতিক

বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জন্য নয়া তথ্য দিল চীনা দূতাবাস

Chinese Embassy has given new information for Bangladeshi visa applicants

Truth Of Bengal: সম্প্রতি একের পর এক সমস্যার সম্মুখিন হয়েছে ওপার বাংলা, কখনো আন্দোলন কখনো বন্যা প্রমুখ। এর মধ্যে সাধারণ পাসপোর্টধারী ব্যক্তিদের জন্য কিছুটা স্বস্তির খবর দিল চীনা দূতাবাস। এবার থেকে অল্প সময়ের জন্য চীনা ভিসা নিতে চাইলে আর কোনো ফিঙ্গারপ্রিন্ট লাগবে না। শনিবার মাসের শেষ দিনে এমনটাই জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস। চীনা দূতাবাসের তরফ থেকে তাদের ফেসবুকে এক পো‌স্টের মাধ্যমে এ বিষয়ে জানানো হয়েছে।

ফেসবুকের ওই পোস্টের মাধ্যমে চীনা দূতাবাস জানিয়েছে, চীনা ভিসা আবেদনকারীদের জন্য একক বা ডাবল এন্ট্রি স্বল্পমেয়াদি ভিসার (১৮০ দিনের কম থাকা) ক্ষেত্রে এবার থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহে ছাড় দেওয়া হবে। এই পক্রিয়ার মেয়াদ রাখা হয়েছে আগামী ২রা সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ সাল পর্যন্ত।

চলতি বছরের এপ্রিল মাসে ঢাকায় আলাদা করে এক নয়া ভিসাকেন্দ্র শুরু করছে চীনা দূতাবাস। তাদের উদ্দেশ্য, বাংলাদেশের সাথে ব্যবসা-বানিজ্য ও যোগাযোগ আরও বৃদ্ধি করা।

এর সাথে চীনা দূতাবাস জানিয়েছে, এই পক্রিয়া চালু হওয়ার পর সাধারণ পাসপোর্টধারী ব্যক্তিদের আর কখনো ভিসার জন্য দূতাবাসে দৌড়াতে হবে না। কিন্তু কূটনৈতিক বা সরকারি পাসপোর্টধারী ব্যক্তিদের জন্য তেমন কোনো সুবিধা নিয়ে আসেনি দূতাবাস। দূতাবাসে গিয়েই তাদেরকে ভিসার জন্য আবেদনপত্র জমা করতে হবে।

Related Articles