আন্তর্জাতিক

তাইওয়ানের আকাশে চীনা বেলুন     

Chinese spy balloons

The Truth of Bengal: চিনা বেলুন ফের তাইওয়ানের আকাশে । তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তারা তাইওয়ান প্রণালীর উপর দিয়ে ছ’টি স্পাই বেলুন উড়ে যেতে দেখেছে। এর ই মধ্যে একটি বেলুন দ্বীপরাষ্ট্রের উপর দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে গিয়েছে। এই নিয়ে চলতি মাসে দ্বিতীয়বারের মতো স্বায়ত্তশাসিত এই অঞ্চলের আকাশসীমায় চীনা বেলুন ঢুকে পড়ার ঘটনা ঘটলো। তাতে স্পষ্ট হচ্ছে কমিউনিস্ট চিনের দাদাগিরির বিষয়টি। এমনটাই মত তাইওয়ানের ।

সেদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এবং বিকেল পৌনে ৩টার দিকে দুটি বেলুন শনাক্ত করা হয়। উত্তর তাইওয়ানের বন্দর শহর কিলুং থেকে ২০৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে বেলুন দুটি শনাক্ত হয়।সন্দেহ চরবৃত্তির উদ্দেশ্যেই এই বেলুন ছাড়া হয়। এছাড়াও তাইওয়াব প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছেন , তারা ২৪ ঘণ্টাই চিনা সামরিক কার্যকলাপের উপর রেখে চলেছে।

প্রসঙ্গত , বিগত বছর ফেব্রুয়ারিতে চীনের বিরুদ্ধে বেলুনের মাধ্যমে যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, জাপান, ভিয়েতনাম, তাইওয়ান ও ফিলিপাইনে নজরদারি চালানোর অভিযোগ ওঠে। সে সময় বিশ্বজুড়ে আলোচনা-য় উঠে আসে বিষয়টি।তারপরেও কেন চিন এই স্বশাসিত এলাকায় গোপনে নজরদারি চালাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে।প্রতিবেশী রাষ্ট্রের এলাকায় ঢুকে দাদাগিরি করার প্রবণতা বন্ধ হওয়া দরকার বলে আর্ন্তজাতিক মহলের একাংশ মনে করছে।

Related Articles