আন্তর্জাতিক
Trending

বরফের চাদরে ঢাকা চীনের রাস্তা,বরফ গলানোর ব্যবস্থা প্রশাসনের 

China's roads covered with snow, ice melting system of the administration

The Truth OF Bengal: ক্রমশ পারদ পতন হচ্ছে চীনের। প্রায় চার দশক পর এহেন তাপমাত্রার নয়া নজির গড়লো বেজিং। বরফে ঢেকেছে চীনের রাস্তাঘাট। পরিস্থিতি স্বাভাবিক করতে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

প্রতি বছর চিনে স্বাভাবিক ঠাণ্ডা পড়লেও , এবছরের ছবিটা একেবারেই আলাদা। শৈত্যপ্রবাহের কবলে চিনে। সর্বকালের রেকর্ড তাপমাত্রা সেখানে। চলতি সপ্তাহেই চিনের তাপমাত্রা নেমেছে মাইনাস ৪৭.৯ ডিগ্রি সেলসিয়াসএর নিচে। আবহাওয়া দফতর বলছে, শেষ ১৯৮০ সালে এহেন পারদ পতন ঘটেছিল চীনের হেইলংজিয়াংয়ের ইচুন প্রদেশে। তবে ১৯৮০ সালের সেই রেকর্ড ভাঙলো ২০২৩-এ। হচ্ছে তুষারপাত, বইছে কনকনে ঠাণ্ডা হাওয়া। কোথাও আবার তুষারপাতের রেকর্ড ও ভেঙেছে। সব থেকে খারাপ পরিস্থিতি চীনের শাং শি হবেই এবং লিয়াওনিং প্রদেশের। চীনের প্রশাসন সূত্রে খবর, গত সপ্তাহ থেকেই এহেন পরিস্থিতি চলছে চিনে, যার জেরে ইতিমধ্যেই বন্ধ রাখার হয়েছে চীনের স্কুলগুলো। শৈত্যপ্রবাহ পরিস্থিতি না ছাড়া পর্যন্ত চীনের শিক্ষা প্রতিষ্ঠান না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে দেশের প্রশাসনের তরফে।

রাস্তায় অতিরিক্ত বরফ জমে থাকার কারণে গাড়ি চলাচলে যেমন সমস্যা হচ্ছে, তেমনই সমস্যা হচ্ছে হাটাচলার ক্ষেত্রেও। ক্রমশ দুর্ঘটনা ঘটার প্রবণতা বাড়ছে। ইতিমধ্যেই ঘটে গিয়েছে বেশ কয়েকটি দুর্ঘটনা। কয়েকটি প্রদেশে করা হয়েছে যান নিয়ন্ত্রণ। বরফ গলানোর জন্য একাধিক ব্যবস্থা নেওয়া শুরু করেছে প্রশাসন।

Free Access

Related Articles