আন্তর্জাতিক
অক্সফোর্ডে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষা
Chief Minister arrives in Oxford, awaits historic moment

Truth Of Bengal: নির্দিষ্ট সময়ের অনেক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্লাব কলেজ ক্যাম্পাসে পৌঁছে যান। বাসে করে সবার সঙ্গে তিনি দীর্ঘ পথযাত্রা করে পৌঁছন অক্সফোর্ডে।
অক্সফোর্ডে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষা pic.twitter.com/f2f56Jsnme
— TOB DIGITAL (@DigitalTob) March 27, 2025
দীর্ঘ যাত্রার শেষ কেলগ কলেজ পৌঁছনোর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দেখেন কলেজের সমস্ত কিছু। কলেজ কর্তৃপক্ষ লাইব্রেরী সংগ্রহশালা-সহ সবকিছু ঘুরিয়ে দেখানন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর কিছুক্ষণ পর তিনি ভাষণ দেবেন। এমন এক ঐতিহাসিক জায়গায় যেখানে এর আগে শেষ বিখ্যাত বাঙালি ডঃ অমর্ত্য সেন বক্তৃতা করেছিলেন।