বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সাথে আলোচনায় USAID প্রধান!
Chief Advisor of Bangladesh. Head of USAID in talks with Muhammad Yunus!

Truth Of Bengal: বুধবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক সংস্থার(USAID) প্রধান সামান্থা পাওয়ারের সাথে কথা বলেন ওপার বাংলার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। যুক্তরাষ্ট্রের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে। প্রধাণ উপদেষ্টার দায়িত্ব প্রধানের পর এই প্রথমবার এত উচ্চপর্যায়ের কোনো মার্কিন কর্মকর্তার সাথে কথা বললেন ড. ইউনুস।
USAID-র মুখপাত্র শেজাল পুলিভারতি ওই বিজ্ঞপ্তিতে বলেছেন, ওপার বাংলার অন্তর্বর্তী সরকারকে তাদের সুশাসন, অর্থনৈতিক ও মানবাধিকারের বিষয়ে কীভাবে সাহায্য করতে পারে তা নিয়ে সামান্থা পাওয়ার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সাথে কথা বলেছেন। জানা গিয়েছে এর সাথে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ওপার বাংলায় আশ্রয় নেওয়া ১০ লাখের অধিক রোহিঙ্গার কথাও উঠে এসেছে তাদের আলোচনাই।
সামান্থা পাওয়ার ওই রোহিঙ্গাদের সুরক্ষার বিষয়ে জোর দিয়েছেন। রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলি যাতে তাদের কাজ চালিয়ে যেতে পারে সেদিকে তিনি নজর দিয়েছেন বলে জানিয়েছেন USAID-র মুখপাত্র। এর আগে রবিবার ড. ইউনুস বলেন, অন্তর্বর্তী সরকার রোহিঙ্গাদের সাহায্য করতে প্রস্তুত। জানা গিয়েছে ড. ইউনুস এও বলেন যে, রোহিঙ্গাদের মানবিক সাহায্য করতে তাদের নিজেদের দেশ মায়ানমারে পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টার প্রয়োজন রয়েছে।