আন্তর্জাতিক

কানাডার গোয়েন্দারা ‘ক্রিমিনাল’, বলছেন ট্রুডো!

Canadian intelligence officers are 'criminals', says Trudeau

Truth of Bengal: দেশের গোয়েন্দাদের ‘ক্রিমিনাল’ বলে আখ্যা দিলেন জাস্টিন ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রীর অভিযোগ, সংবাদমাধ্যমের কাছে গোপন তথ্য ফাঁস করা হয়েছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রুডো বলেন, “চূড়ান্ত গোপনীয় তথ্য দুষ্কৃতীরা সংবাদমাধ্যমে ফাঁস করে দিচ্ছে আর ক্রমাগত অপব্যখ্যা চলছে। বিদেশি হস্তক্ষেপের ব্যাপারে তদন্ত চলছে। সংবাদ-সংস্থাগুলির কাছে যারা তথ্য ফাঁস করছে, তারা দুষ্কৃতী, নির্ভরযোগ্যও নয়।”

উল্লেখ্য, বেশকিছুদিন আগে কানাডার সংবাদমাধ্যমে দাবি করা হয়, খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার ষড়যন্ত্র সম্পর্কে জানতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও এই বিষয়ে অবগত ছিলেন।

আগে অভিযোগের আঙুল উঠেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। তারপর খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেই অভিযোগ করেছিল কানাডা। নয়াদিল্লির তরফে ওই রিপোর্টের বিরোধিতা করা হয়। এরপর শুক্রবার ট্রুডো সরকার বলে,‘‘খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জর হত্যা-সহ কানাডায় কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের যুক্ত থাকার কোনও প্রমাণ নেই।’’ প্রসঙ্গত, ২০২৩-এ নিজ্জর হত্যাকাণ্ডের পর বারবার ভারতকে কাঠগড়ায় তুলেছিলেন জাস্টিন ট্রুডো। সেই থেকেই ভারত-কানাডা সম্পর্ক তলানিতে।