নিজের সন্তানকে পুড়িয়ে খুন! ৭ বছর পরে হল মামলার নিষ্পত্তি
Burn your own child! After 7 years, the case was settled

Truth Of Bengal: আমেরিকায় এক চাঞ্চল্যকর ঘটনার সাত বছর পরে শাস্তি পেলো অভিযুক্ত। যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। কিন্তু ঠিক ঘটেছিল? শুনলে শিহরিত হবেন আপনিও।
একবারে হাড়হিম করা ঘটনা। নিজের দুই সন্তানকে গ্যাস ওভেনের ওপর বসিয়ে হত্যা করে মা। এই কাজ ইচ্ছাকৃতভাবেই করেছিলেন ওই মহিলা, এমনই তথ্য উঠে এসেছে তদন্তে। লামোরা উইলিয়ামস নামে ওই মহিলা আমেরিকার আটলান্টা প্রদেশের বাসিন্দা। লামোরার পরিবারের তরফে জানায়, মানসিকভাবে অসুস্থ ছিলেন ওই মহিলা।
ঘটনার বিবরণে জানা যায়, ২০১৭সালে গ্যাস ওভেনে পুড়ে মৃত্যু হয় লামোরা উইলিয়ামসের দুই সন্তানের। তাদের বয়স ছিল এক এবং দুই বছর। মহিলা নিজেই তার স্বামীর কাছে ভিডিও কল করেন এবং তারপর পুলিশকে ফোন করে জানান, তিনি বাইরে ছিলেন। বাড়ির ভেতরে এসে তিনি তার ছেলেদের মৃতদেহ দেখতে পান। তবে পুলিশ তদন্ত করে সত্যটি বের করেন। ওই মহিলা পুলিশের জরুরি নম্বরে ফোন করে বিষয়টি জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেঝেতে পড়ে থাকা শিশুটির দেহ দেখে জানায়, উভয়ের শরীরে পুড়ে গেছে এবং অনেক চিহ্ন রয়েছে। মেডিকেল রিপোর্টে বলা হয়, শিশুর মাথাগুলো সম্ভবত ওভেনের ভেতরে উল্টে রাখা হয়েছিল।
আটলান্টা পুলিশের গ্রেফতারি পরোয়ানা অনুসারে ১২ই অক্টোবর, ২০১৭ মধ্যরাতে মহিলাটি ইচ্ছাকৃতভাবে তার দুটি নিষ্পাপ শিশুকে গ্যাস ওভেনে রেখেছিল এবং তারপর এটি চালু করেছিল। তবে উইলিয়ামস নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন। তার মা জানায় যে, তার মেয়ে মানসিক স্বাস্থ্যের সাথে লড়াই করছে। তাই তাকে আত্মহত্যা করা থেকে বিরত রাখতে জেলে তার যত্ন নেওয়া দরকার। কারণ, এই ঘটনায় লামোরা উইলিয়ামসকে ১৪ টি মামলায় দোষী সাব্যস্ত করা হয় এবং যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে আরও ৩৫ বছর কারাগারে থাকতে হবে।