প্রকাশ্যে ভারতীয় শাড়ি পোড়ালো বিএনপি, বাংলাদেশে বাড়ছে ভারত-বিরোধিতা
BNP burns Indian sarees in public, anti-India sentiment grows in Bangladesh

Truth Of Bengal: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা এবং ভারতের জাতীয় পতাকা অবমাননার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইউনূস সরকারের অধীনে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটে চলেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ভারত। এরই মধ্যে, বৃহস্পতিবার ঢাকার রাস্তায় প্রকাশ্যে ভারতীয় শাড়ি পোড়ানোর ঘটনা ঘটিয়েছে খালেদা জিয়ার দল বিএনপি।
হায়রে নাটক..
ব্রেকিং নিউজঃ- প্রেসক্লাবে স্ত্রীর শাড়ি পুড়িয়ে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিলেন রিজভী।
এতোই যদি ভারত বিদ্বেষ, তাহলে তার স্ত্রী ভারতীয় শাড়ি কিনে আলমারি ভরে রেখেছে কেন?? জানতে চাওয়া আমার মন…🙄#MeticulouslyDesigned #BangladeshCrisis #StepDownYunus… pic.twitter.com/zefgrYeJLx
— Jannat Khan (@Jannatkhanusa) December 5, 2024
জানা গেছে, ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী।
জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে রিজভী তার স্ত্রীর দেওয়া ভারতীয় শাড়ি প্রকাশ্যে ছুঁড়ে ফেলে দেন। এরপর বিএনপির কর্মীরা সেই শাড়িতে আগুন ধরিয়ে দেন। সমাবেশে ভারতবিরোধী স্লোগান তোলা হয়। দলের নেতারা ভারতীয় পণ্য বয়কটের দাবি তোলেন।
সম্প্রতি, শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পান ইউনূস। তারপর থেকেই বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ বাড়ছে, হিন্দু মন্দির ও সম্পত্তি ধ্বংস করা হচ্ছে। ভারতের প্রতিবাদ সত্ত্বেও বাংলাদেশে এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকায় দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। বিএনপির সাম্প্রতিক এই পদক্ষেপে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।