IMF-এর ঋণের টাকায় বিলবোর্ড? পাক সেনার প্রচার ঘিরে শুরু সমালোচনার ঝড়
Billboards funded by IMF loans? A storm of criticism has started over the propaganda of the Pakistani army.

Truth of Bengal: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদের একটি বিশাল বিলবোর্ড। বিলবোর্ডটিতে লেখা ছিল:
“দুশমন কা গরুর অউর জাহাজ হাম মিনটো মে গিরাতে হ্যায়।”
বাংলায় যার অর্থ দাঁড়ায়: “শত্রুর গর্ব হোক বা যুদ্ধবিমান, আমরা মিনিটেই ভূপাতিত করি।”
What are these Banners in Pakistan for ?? pic.twitter.com/yGdIiyOrUh
— Megh Updates 🚨™ (@MeghUpdates) May 19, 2025
ভিডিওটি ভাইরাল হতেই ভারত ও পাকিস্তান—দুই দেশের নেটিজেনরাই বিষয়টি নিয়ে নানা রকম প্রতিক্রিয়া জানিয়েছেন।
ভারতের পক্ষ থেকে অনেকেই এই বিলবোর্ডকে “প্রচারণার নাটক” বলে উল্লেখ করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, “IMF থেকে ঋণ পাওয়ার পর এই ধরনের প্রচারণা হাস্যকর।”
একজন ব্যবহারকারী মজা করে লিখেছেন, “IMF-এর টাকা বুঝি এখন পোস্টার বানাতে ব্যবহার হচ্ছে।”
অন্য একজন লিখেছেন, “হাজার হাজার টাকা বিলবোর্ডে খরচ করে নিজের বাহিনীর বাহাদুরি দেখানো মানেই হলো আসল কাজের ঘাটতি।”
একজন টিপ্পনী কাটেন, “ব্যানার, ফটোশপ আর গেমের ক্লিপ দিয়ে যুদ্ধ জেতা যায় না। আর জনগণ চুপ করে সব মেনে নিচ্ছে, এটাই সবচেয়ে দুঃখজনক।”
পাকিস্তানের ভেতরেও এই নিয়ে অসন্তোষ দেখা গেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, সেনাবাহিনী যদি সত্যিই সফল কিছু করে, তাহলে সেটার জন্য এভাবে প্রচার চালানোর দরকার পড়ে না।
একজন মন্তব্য করেন, “একটা ছোট খাটো সামরিক অভিযানের জন্য এত বড় প্রচারণা কেন? এরা তো প্রতি বছর বিশাল বাজেট নেয়। এই বিলবোর্ডের টাকাটা জনগণের জন্য খরচ করা যেত।”
আরেকজন বলেন, “জনগণ এখন সব তথ্য মিডিয়ার মাধ্যমে পায়, বিলবোর্ডে টাকা খরচ করে কী লাভ?”
অনেকেই বলছেন, এই ধরনের প্রচারণা দেশের সংকটময় অর্থনীতির সময়ে একেবারেই অনুচিত। একজন ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিলবোর্ড লাগিয়ে জনপ্রিয় হওয়া যায় না। গরিব মানুষের টাকা এভাবে অপচয় করাটা লজ্জার বিষয়।”
এই ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে—পাকিস্তানের সামরিক বাহিনীর ভূমিকা, সরকারের ব্যয় নীতি ও সাধারণ মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে।