আন্তর্জাতিক

মার্কিন বাজারে নকল ওষুধ বিক্রি করতেন বিহারের সঞ্জয়

Bihar's newspaper used to sell fake medicines in American market

The Truth Of Bengal : মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যান্সারের নকল ওষুধ বিক্রি করার অপরাধে গ্রেপ্তার হয়েছেন একজন । যিনি গ্রেফতার হয়েছেন তিনি এখন ভারতের বিহারের বাসিন্দা, সঞ্জয় কুমার। বয়স ৪৩।  তিনি মার্কিন বাজার গুলিতে আনকোলজি  ফার্মাসিউটিক্যাল জাল নকল ওষুধ বিক্রি করেছিলেন যেগুলো কীটনাশক যুক্ত । আদালতে তার নকল ওষুধ কারবারের ঘটনা প্রমাণিত হয়েছে,  সে কারণে তাকে গ্রেপ্তারও করা হয়েছে। ২৬ জুন তিনি পুলিশের জালে উঠেছেন তবে কত বছর ধরে বা কতদিন ধরে এই ঘটনার সঙ্গে তিনি যুক্ত তা অবশ্য জানা যায়নি। নকল ওষুধ পাচারের ষড়যন্ত্রের বিষয়ে চারটি অভিযোগ দায়ের করা হয়েছে যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে কুড়ি বছরের কারাদণ্ডের সম্মুখীন হতে হবে। অর্থাৎ তিনি কুড়ি বছরেও  দেশে ফিরতে পারবেন না।

যে যে ওষুধ নকল ও পাচার তিনি করতেন সেই ওষুধের তালিকায় রয়েছে মেলানোমা , ফুসফুসের ক্যান্সার , মাথা , ঘাড়ের ক্যান্সার , সার্জিক্যাল ক্যান্সার এমনকি স্তনের ক্যান্সারের ওষুধ কে তিনি নকল করেছেন সঙ্গে পাচার করেছেন।

 

Related Articles