
The Truth of Bengal: অবরুদ্ধ গাজা উপত্যকায় সোমবার ভোরেও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার দক্ষিণের শহর খান ইউনিসে চালানো এ হামলায় কমপক্ষে ১৮ প্যালেস্টাইন নাগারিকের মৃত্যু হয়েছে। খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন ২৫ ডিসেম্বরে। সারা বিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করছেন। কিন্তু ভিন্ন দৃশ্য প্যালেস্টাইনে। সেখানে ইসরায়েলি হামলায় প্যালেস্টাইনদের রক্তক্ষয় অব্যাহত আছে।
খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুর জন্মস্থান বেথলেহেম শহর। বেথলেহেমের অবস্থান ইসরায়েল-অধিকৃত প্যালেস্টাইনদের পশ্চিম তীরে। দুই হাজার বছর আগে এই দিনে বেথলেহেমের এক গোয়ালঘরে জন্মগ্রহণ করেছিলেন যিশু। বেথলেহেমে বিপুল উৎসাহ-উদ্দীপনায় বড়দিন পালনের দীর্ঘ ঐতিহ্য আছে। কিন্তু এবার বেথলেহেমে সেই উৎসব নেই। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, এবার বেথলেহেমে বড়দিন উদ্যাপন বাতিল করেছেন স্থানীয় পাদরিরা।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, প্যালেস্টাইনদের প্রতি সংহতি জানাতে বেথলেহেমের স্থানীয় নেতারা গত মাসে সিদ্ধান্তটি নেয়। বড়দিন উপলক্ষে বেথলেহেমে কোনো আনন্দ নেই, উদ্যাপন নেই, নেই সান্তা। একটি প্রতিবেদনে বলা হয়, গাজায় শান্তির জন্য প্যালেস্টাইনে খ্রিষ্টানরা এর আগে বেথলেহেমে মোমবাতি প্রজ্বালন করেন। প্রার্থনা করেন। ভ্যাটিকানে রোববার সন্ধ্যায় ‘ক্রিসমাস ইভ ম্যাস’ অনুষ্ঠানে পোপ ফ্রান্সিস মধ্যপ্রাচ্যে শান্তির আহ্বান জানান।